
The Truth of Bengal: পয়লা ডিসেম্বর মুক্তি পেতে চলেছে মেঘনা গুলজার পরিচালিত নতুন ছবি ‘স্যাম বাহাদুর’। ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-র জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। মুক্তির আগে পরিচালক মেঘনা গুলজার ও অভিনেত্রী সানায়া মালহোত্রার সঙ্গে অমৃতসরের স্বর্ণমন্দির দর্শনে গেলেন ছবির নায়ক ভিকি কৌশল।স্বর্ণমন্দির দর্শন শেষে টিম ‘স্যাম বাহাদুর’ একসাথে ছবির সাফল্য কামনা করে প্রার্থনা করেন।
ভিকি কৌশল বলেন, “স্যাম মানেকশ-র জীবনের ওপর ভিত্তি করে এই ছবি তৈরি করা হয়েছে। তিনি একজন মহান দেশপ্রেমিক ছিলেন। তাঁর জীবনের গল্প সকলের কাছে পৌঁছানোর জন্য আমরা এই ছবি তৈরি করেছি। আশা করি ছবিটি দর্শকদের ভালো লাগবে এবং সাফল্য পাবে।”পরিচালক মেঘনা গুলজার বলেন, “স্বর্ণমন্দির আমাদের দেশের একটি পবিত্র স্থান।
এখানে এসে আমরা ছবির সাফল্য কামনা করেছি। আশা করি দর্শকরা এই ছবিটি পছন্দ করবেন।”অভিনেত্রী সানায়া মালহোত্রা বলেন, “স্যাম মানেকশ-র জীবনের গল্প আমাদের সবার কাছে অনুপ্রেরণা। এই ছবিটি তৈরি করার মাধ্যমে আমরা তাঁর জীবনের গল্প সকলের কাছে পৌঁছে দিতে চেয়েছি। আশা করি ছবিটি দর্শকদের ভালো লাগবে এবং সাফল্য পাবে।”