বিনোদন

বাংলার ফিল্ম ফেয়ার ফেস্টিভালে কারা পেলেন ‘ব্ল্যাক লেডি’?

Who got 'Black Lady' at Bengal Film Fair Festiva

The Truth of Bengal: শুক্রবার কলকাতার একটি সাততারা হোটেলে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার বাংলা ২০২৪। টলিউডের এক ঝাঁক তারকার উপস্থিতিতেই অনুষ্ঠানটি সম্পন্ন হয় সেইদিন। গ্ল্যামারে মোড়া ঝলমলে সন্ধ্যায় সেইদিন দেখা গিয়েছিল, স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে চূর্ণী গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান এবং অনেককেই। নিজেদের পাওয়া ‘ব্ল্যাক লেডি’ সম্মান হাতে ধরে তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও করতে দেখা যায়। তবে মূল প্রশ্ন হয়তো এটা করা যেতেই পারে যে, কারা পেলেন ফিল্মফেয়ার বাংলা পুরস্কার? এবং কে কি বিভাগ থেকে নিজেদের নামে করে নিলেন ‘ব্ল্যাক লেডি’কে? বিগত ৭০ বছর ধরে ফিল্মফেয়ার, চলচ্চিত্র ও সেলিবদের মধ্যে এই মেলবন্ধন অনুষ্ঠানটি করে আসছে।

বলিউডে এর প্রভাব অনেকটা পড়লেও বাংলায় ক্রমশ জয়প্রিয়তা বাড়তে থাকে ‘ব্ল্যাক লেডি’র। এবং বাংলা বিনোদন জগতের সঙ্গে যুক্ত শিল্পীদের স্বীকৃতি দিতে ফিল্মফেয়ার প্রতিবছরের মতো এবছরও এগিয়ে আসে। আইটিসি রয়্যাল বেঙ্গলে এদিনের অনুষ্টানে ধূসর-সাদা, ফিকে লাল পাড়ের হ্যান্ডলুম শাড়ির সঙ্গে সুতোর কাজের নক্সা করা ব্লাউজ পরে নান্দনিক সাজে দেখা গিয়েছিল স্বস্তিকা মুখোপাধ্যায়কে। তবে সেদিন আরও একজনের লুক ছিল চোখে পড়ার মতো, কালো শাড়ির সঙ্গে লাল স্ট্রইপ প্রিন্টের ব্লাউজ পরে নজর কেড়েছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়।

তবে শুধুমাত্র অভিনেত্রী’রাই কেন! এদিন নিজের ড্যাসিং ও হ্যান্ডসম লুক নিয়ে রেড কার্পেটে বুম্বাদাও কম ছিলেন না। সঙ্গে আরও একজন ছিলেন, বাংলা ও বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাকে সেদিন দেখা গিয়েছিল, অফ হোয়াইট রঙের সাদার মধ্যে ঢাকাই জামদানি আর সঙ্গে ছিল ম্যাচিং ব্লাউজ ও গলায় ভারী নেকপিস। এই চারজনের একসঙ্গে ‘ব্ল্যাক লেডি’ হাতে নিয়ে ছবি কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেন এ শুধুমাত্র বসন্তের মরসুম নয়! বসন্তের সঙ্গে গ্ল্যামার মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।

এবার এক নজরে দেখে নেওয়া যাক ফিল্মফেয়ার বাংলা ২০২৪-এর বিজয়ী তালিকায় কারা নিজেদের নামে করে নিলেন এই স্বীকৃতি-

  • সেরা অভিনেতা (সমালোচক) : মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা)
  • সেরা সহ অভিনেতা : অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী) ও কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী)
  • সেরা পরিচালক : অতনু ঘোষ (শেষ পাতা)
  • সেরা ছবি : অর্ধাঙ্গিনী (কৌশিক গঙ্গোপাধ্যায়)
  • সেরা ছবি (সমালোচক) : মায়ার জঞ্জাল (ইন্দ্রনীল রায়চৌধুরী)
  • সেরা নবাগত পরিচালক : সুমন্ত্র রায় (ঘাসজমি)
  • সেরা নবাগত অভিনেতা : সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল)
  • সেরা নবাগতা অভিনেত্রী : তাসনিয়া ফারিণ (আরও এক পৃথিবী)
  • জীবনকৃতি সম্মান: প্রভাত রায়
  • সেরা সংলাপ: অতনু ঘোষ, (শেষ পাতা)
  • সেরা অরিজিন্যাল স্ক্রিপ্ট: ইন্দ্রনীল রায়চৌধুরী, সৌগত সিনহা (মায়ার জঞ্জাল)
  • সেরা মৌলিক গল্প: অতনু রায়, (শেষপাতা)
  • সেরা সিনেমাটোগ্রাফি: ইন্দ্রনীল মুখোপাধ্যায়, (মায়ার জঞ্জাল)
  • সেরা সাউন্ড ডিজাইন: শুভদীপ সেনগুপ্ত (মায়ার জঞ্জাল)
  • সেরা প্রোডাকশন ডিজাইন: তন্ময় চক্রবর্তী ( কাবুলিওয়ালা)
  • সেরা পোশকসজ্জা: ঋতুরূপা ভট্টাচার্য ( মায়ার জঞ্জাল)
  • সেরা সম্পাদক: সুমিত ঘোষ ( মায়ার জঞ্জাল)