বিনোদন

কাকে দেখে রাজকুমার বললেন তু মিল গয়ি ? জেনে নিন

Who did the prince say you met? find out

The Truth Of Bengal : বলিউডের আসন্ন ছবি ‘শ্রীকান্ত’র প্রথম গান মুক্তি পেল। ছবির লিড রোলে রাজকুমার রাও এবং আলায় এফ। এরা দুজন ছাড়াও দক্ষিণি অভিনেত্রী জ্যোতিকাকে দেখা যাবে ছবির গুরুত্বপূর্ণ রোলে। জুবিন নওটিয়াল ও তুলসী কুমারের গলায় কেমন হল তু মিল গয়ি গানটি চলুন তাই এবার দেখে নেওয়া যাক।

জন্মান্ধ শিল্পপতি শ্রীকান্ত বোল্লার বায়োপিকে দেখা যেতে চলেছে অভিনেতা রাজকুমার রাওকে। কিছুদিন আগে মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। সেই ট্রেলারে স্ক্রিনে উসকো খুসকো চুলে ধরা দিয়েছিলেন রাজকুমার রাও। আর এবার সামনে এল ছবির প্রথম গান তু মিল গয়ি।

গানের দৃশ্যে নায়িকা আলায়া এফকে নিয়ে লং ড্রাইভে বেড়িয়ে পড়েছেন শ্রীকান্ত ওরফে রাজ কুমার রাও। তানিষ্ক বাগচির সুরে এই গানটিতে প্লেব্যাক করেছেন জুবিন নওটিয়াল ও তুলসী কুমার। এই ছবিতে অন্ধের জন্য নিজের লুকের আমূল পরিবর্তন করেছেন অভিনেতা। এই ছবিতে রাজকুমারের সঙ্গী হয়েছেন অভিনেত্রী পূজা বেদীর মেয়ে আলায়া এফ। দুজনের এই রসায়ন ধরা পড়ল তু মিল গয়ি গানটিতে।

 

View this post on Instagram

 

A post shared by RajKummar Rao (@rajkummar_rao)

বরাবর অভিনেতা রাজকুমার রাও পর্দায় যা করেন, তাই যেন সোনা ফলায়। এবার তিনি আসছেন অন্ধ শিল্পপতি শ্রীকান্ত বোল্লার হয়ে। এবার তিনি কতটা দর্শকের মন জয় করতে পারে তা জানা যাবে ছবির মুক্তির পরই। শিল্পপতি শ্রীকান্ত বোল্লার বায়োপিক ‘শ্রীকান্ত’ মুক্তি পাবে চলতি বছর ১০ মে।

Related Articles