বিনোদন

‘জওয়ান’-এর সেটে নিজের অপমানের বিতর্ক নিয়ে কি বললেন বিরাজ? 

What did Viraj say about the controversy of insulting him on the set of 'Jawan'?

Truth Of Bengal : অভিনেতা বিরাজ ঘেলানি অ্যাটলি কুমারের ‘জওয়ান’-এ একটি ছোট চরিত্রে অভিনয় করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি এক পডকাস্টে এই ছবিতে কাজ করা নিয়ে হতাশা প্রকাশ করেবিরাজ জানিয়েছিলেন, ‘জওয়ান’-এর সিনেমা সেটে অভিনেতাকে এক খারাপ অভিজ্ঞতার সামিল হতে হয়েছিল। আর সেই নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। এবারে এক সাক্ষাতকারের মাধ্যমে সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা। তাঁর কথায়, আগে যে মন্তব্যটি করা হয়েছে সেখানে সঠিক শব্দ ব্যবহার না করাই দানা বেঁধেছে একাধিক বিতর্ক।

অভিনেতা তাঁর অভিনয় নিয়ে বলতে গিয়ে বলেছেন, প্রায় ১৩-১৪ দিন ধরে শুটিং করেও ছবিতেতাঁর কাজ পর্দায় ফুটিয়ে তোলা হয়নি। বেশিরভাগ অংশই কেটে দেখানো হয়েছে। শুধুমাত্র প্রথম দিনের শ্যুট করা দৃশ্যগুলিই পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। অভিনেতা বিরাজ জানতেন না যে তাঁর চরিত্রটা এত কম সময়ের জন্য সিনেমায় দেখানো হবে। এবিষয়ে কিছু না জেনেই অভিনেতা তাঁর বাগদত্তাকে নিয়ে সিনেমাটা দেখতে গিয়েছিল। আর তারপরে যখন জানতে পারলো সিনেমায় তার অভিনয়ের অর্ধেক অংশই কাটছাঁট করা হয়েছে।

ঠিক সেই সময় থেকেই হতাশাই ভুগতে শুরু করে বিরাজ। অ্যাটলি প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘অ্যাটলি আমাকে বেবি জনে একটি চরিত্রে অভিনয়ের জন্য ডাক পাঠিয়েছিলেন। সেই সময়ে একটা কাজ পড়ে যাওয়ায় সেখানে যোগ দিতে পারেননি। শাহরুখের সঙ্গে শ্যুট করেননি বলেও তিনি জানিয়েছেন। তাদের সিকোয়েন্সগুলি বিভিন্ন দিনে ছিল। অভিনেতার কথার অন্য মানে খুঁজে সেটা নিয়ে সকলে চর্চা করছেন বলে তিনি জানিয়েছেন।’

Related Articles