এমি পুরস্কার জিতলেন বীর দাস! কমেডিতে পেলেন আর্ন্তজাতিক পুরস্কার!
Vir Das won the Emmy Award! Received an international award in comedy!

The Truth Of Bengal : আন্তর্জাতিক এমি পুরস্কার পেলেন বীর দাস। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত স্ট্যান্ডআপ কমেডি শো ‘ল্যান্ডিং’-এর জন্য সেরা কমেডিয়ানের পুরস্কার জিতে নিলেন বীর দাস। এমি অ্যাওয়ার্ড জিতে আবারও বিশ্ব দরবারে ভারতের মুখ উজ্জ্বল করলেন বীর দাস। এমি পুরস্কার হাতছাড়া হল বলিউড অভিনেত্রী শেফালি শাহর। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘দিল্লি ক্রাইম সিজন ২’ -এর জন্য এমিতে মনোনয়ন পেয়েছিলেন শেফালি।
তবে মেক্সিকান অভিনেত্রী কার্লা সুজার কাছে হার মারলেন বলিউডের শেফালি। দ্য ডাইভ ছবিতে অভিনয়ের জন্য অভিনেত্রী কার্লা সুজাকে পুরষ্কার দেওয়া হয়। মূলত, দিল্লি ক্রাইম সিজন ২ এই সিরিজটি ২০১২ সালের দিল্লি গণধর্ষণ নিয়ে দিল্লি পুলিশের তদন্তের প্রেক্ষাপটটিই সিরিজটিতে ফুটিয়ে তোলা হয়। তবে এমি পুরস্কার শেফালি ঝুলিতে পুরতে না পারলেও দেশের মুখ উজ্জ্বল করেছেন আরও এক তারকা একতা কাপুর।
ভারতীয় টেলিভিশনে তাঁর অবদানের জন্য, এমিতে বিশেষ সম্মান পেলেন একতা। অন্যদিকে, ‘রকেট বয়েজ’-এ জিমকে দেখা গিয়েছে ভারতের পারমাণবিক কর্মসূচির পিতা ওরফে পারমাণবিক পদার্থবিদ হোমি ভাভার ভূমিকায়। ছবিটিও প্রশংসিত হয় নানা মহলে। সবমিলিয়ে কমেডিতে এমি পুরস্কার জিতে যে ভাবে দেশের মুখ উজ্জ্বল করেছে বীরদাস তাতে সকলের কাছেই প্রশংসা কুড়িয়েছে।
FREE ACCESS