বচ্চন পরিবারে অশান্তি অব্যাহত, কে হবে বচ্চনদের নতুন ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’?
Turmoil continues in the Bachchan family, who will be the new 'brand ambassador' of the Bachchans?

The Truth Of Bengal: কান পাতলেই শোনা যাচ্ছে ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদ নিয়ে আলোচনা। মাসখানেক ধরেই তাঁদের দাম্পত্য নিয়ে অশান্তি সামনে এসেছে যা নিয়ে সরগরম নেটপাড়া। এরইমাঝে শোনা যাচ্ছে অভিষেক বচ্চনের নতুন বাংলো কেনার কথা যা থেকে মনে করা হচ্ছে তবে কি জয়া-অমিতাভের বাসভবন ছেড়ে অভিষেক কি আলাদা থাকবেন। উঠছে প্রশ্ন? এ নিয়ে চর্চা মাঝেই রবিবার বচ্চনদের নতুন ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’-এর সঙ্গে পরিচয় করালেন অমিতাভ নিজে।তবে অভিষেক নন, কে এই নতুন অ্যাম্বাসাডর সেই নিয়ে কৌতূহলের শেষ নেই।
ফি রবিবার জলসার দরবারে অনুরাগীদের সাথে দেখা করেন বলিউড ‘শাহেনশা’। এতদিন তাঁকে একা দেখা গেছে গেলেও এবার তাঁকে নাতি অগস্ত্য নন্দার সাথে দেখা গেল।পরনে সাদা কুর্তা সাথে মুখে চওড়া হাসি হেসে অমিতাভ, অগস্ত্য দুজনেই করজোরে জলসার সামনে ঠাঁয় পায়ে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের অভিবাদন জানালেন। জানা গেছে, মেয়ে শ্বেতা নন্দা বচ্চনকে জয়া-অমিতাভ তাঁদের নিজের প্রতীক্ষা বাংলোটি উপহার দেওয়ায় বউমা ঐশ্বর্যর সঙ্গে নাকি সেইসময় থেকেই অশান্তির সূত্রপাত হয়।এমনকি শাশুড়ি জয়া এবং ননদ শ্বেতার সাথেও নাকি অভিনেত্রীর সম্পর্ক ঠিকঠাক নেই বলেই জানা যাচ্ছে। এসব কারনের জন্যই নাকি মেয়ে আরাধ্যাকে নিয়ে অভিনেত্রী নিজের মতো করে সময় কাটান।এমনকি অভিষেককে না নিয়েই একা মেয়ে আরাধ্যাকে সঙ্গী করে বেশ কয়েকবার অভিনেত্রী বিদেশে ঘুরতে গিয়েছেন।
ইতিমধ্যেই জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিরিজের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বচ্চন পরিবারের নাতির। বেশকিছু কাজ তাঁর হাতে আসতে চলেছে বলেও জানা যাচ্ছে।এরইমধ্যে জল্পনা উঠছে তাহলে কি বচ্চনদের নতুন ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ অগস্ত্য নন্দাই হতে চলেছেন? ভবিষ্যতের গর্ভেই লুকিয়ে সেই উত্তর।