কাঁটাতার পেরিয়ে কলকাতায় ‘তুফান’ ঝড়, দ্বৈত ভূমিকায় মাত শাকিব খানের
'Tufana' storms Kolkata across the barbed wire, with Shakib Khan playing a double role.

The Truth Of Bengal: ‘তুফান’ ছবিটি মূলত দুটি যুবকের গল্প । হ্যাঁ ঠিকই ধরেছেন এই ছবিতে শাকিব খানকে দুটি চরিত্রে দেখা যাবে। একটি চরিত্রে শাকিব খান ‘অশান্ত গ্যাংস্টার’ রূপে দেখা যাবে। যার ডিকশনারিতে সহমর্মিতা শব্দটি নেই। অপর চরিত্রে শাকিব খান কে দেখা যাবে ‘শান্ত’ রূপে ।
যে ছেলে অভিনেতা হতে চায়। কিন্তু তার কপালে জুনিয়র আর্টিস্টের রোল ছাড়া কিছুই জোটেনা। এই ছবিটি দেখলে আপনার ১৯৭৮ সালের অমিতাভ বচ্চন এর অভিনীত সুপার হিট ছবি ‘ডন’-এর কথা মনে পড়বে । পাশাপাশি আপনার ২০২৩ সালে রণবীর কাপুরের অভিনীত ছবি ‘অ্যানিমাল’ সিনেমার কথাও মনে পড়বে। ‘তুফান’ সিনেমায় শাকিব খানের লুক হুবহু যেন ‘অ্যানিমাল’ ছবির রণবীর কাপুরের মত। এই সিনেমা দেখে বলাই যায় ‘তুফান’ এর গল্পের শরীর ‘ডন’ হয় তাহলে তার মনে রয়েছে ‘অ্যানিমাল’। পরিচালক ‘অ্যানিমাল’ ছবিতে যেরকম রণবীরের লুক ছিল ঠিক সেই রকমই লুক রাখতে চেয়েছে ‘তুফান’ সিনেমায় অভিনয় করা শাকিব খানের।
শাকিব খানের নতুন লুক দেখে হল ভর্তি দর্শকেরা হাততালি দিচ্ছে পাশাপাশি রক্তপাত হলে সেখানে উল্লাস প্রকাশ করছে। আর দর্শকদের এই প্রতিক্রিয়া পরিচালক ধরতে চেয়েছিলেন। এই ছবিতে শাকিব খানের পাশাপাশি অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজস্ব অভিনয়ের ছাপ রয়েছে। এছাড়াও এই ছবিতে লোকনাথ দে, মিশা সওদাগর, গাজী রাকেয়েত , সুমন আনোয়ার ও ফজলুর রহমান বাবু বেশ ভালো অভিনয় করেছেন। সবশেষে বলা যায় এই ছবিতে যুক্তি তর্ক না থাকলেও ছবিতে বেশ এন্টারটেনমেন্ট আছে। এই সিনেমাটি বক্স অফিসে বেশ বড় একটি বাজি লড়বে বলে বলাই যায় ।