বিনোদন

“ট্রিপল হ্যাট্রিক ক্রস করে ফেলেছেন”, সমালোচক নেটিজেনদের কী বললেন কাঞ্চন?

"Triple hat-trick has been crossed", what did critics say to netizens Kanchan?

Truth Of Bengal: সম্প্রতি কাঞ্চন-শ্রীময়ী নাম একাধিক কারণে বেশ জাঁকিয়ে বসেছে সোশ্যাল মিডিয়াতে।তবে নেটিজেনরা যতই একথা-সেকথা বলুক তাতে তাদের কিছু যায় আসে না। সোশ্যাল মিডিয়াতে এসবে কান দিতে একদমি রাজি নন কাঞ্চন-শ্রীময়ী। সম্প্রতি আবারো তাদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে চর্চা শুরু হয়েছে।

এক ‘Chup Korr Goss Achhe’ নামের চ্যাট শোয়ে নিজেদের নিয়েই বহু কথা বলেন কাঞ্চন-শ্রীময়ী। তাঁরাদিব্যি রয়েছেন নিজেদের নিয়ে সেতা স্পষ্ট। কাঞ্চন শো-তে জানায়, তাঁর তৃতীয় বিয়ে নিয়ে যাঁরা একথা-সেকথা বলছেন তাঁদের অনেকেই আড়ালে একাধিক সম্পর্কে রয়েছে।

কাঞ্চন বলেন, ‘আমি বলছি, রাক্ষস মতে, প্রজাপতি মতে ইত্যাদি মতে, নানান মতে হয়। আসলে বিয়ে তো একটা সোশ্যাল ট্যাবু, সেজন্য ইনি আমার তৃতীয় স্ত্রী। আমি ওনাকে ভালোবাসি, ওঁকে সম্মান করি। পৃথিবীতে অনেক মানুষ এমন খোলা ঘুরে বেড়াচ্ছে যাঁরা এই সোশ্যাল ট্যাবু ছাড়া ডবল হ্যাট্রিক, ট্রিপিল হ্যাট্রিক ক্রস করে ফেলেছেন। যদি কিছু কিছু সংজ্ঞা, কিছু কিছু বিষয় করিলে ইহাকে বিবাহ বলা যেতেও পারে বলে বলা যায়।

তাহলে এক এক জন ২০টা করে বিয়ে করেছেন, আমি ধরতে পারি তাঁদের। আন অফিশিয়ালি।’কাঞ্চনের কথার প্রসঙ্গে শ্রীময়ী বলেন, ‘আমি তো ২৭ বছর বয়সে এসে বিয়ে করেছি। আমার মনে হয়, বিয়েটা একটা সুন্দর যাত্রাপথ। যাঁরা করেননি, তাঁদেরও করে ফেলা উচিত। কারণ, বিয়ের আগে মনে হয়, কোথাও একটা অনধিকার চর্চা চলছে। আর বিয়ের পর মনে হয় পুরোটাই অধিকার।’

সব শেষে কাঞ্চনকে বলতে দেখা যায়, ‘আমরা যখন বন্ধু-বান্ধবী ছিলাম, তখন মনে হয় ফ্যান কম ছিল, এথন মনে হয় আমাদের ফ্যান বেড়ে গিয়েছে।’ শ্রীময়ী তখন বলেন, ‘তাহলে তো বলা ভালো লোকে আমাদের বিয়েটা সাপোর্টই করেছেন। তাই ফ্যান বেড়েছে। আমার বক্তব্য, যাঁরা বিয়ে করেননি, তাঁরা করে ফেলুন। আর যাঁরা খারাপ দাম্পত্য জীবনে রয়েছেন বলে মনে করেন, তাঁরা সেটা থেকে বের হয়ে আবার বিয়ে করুন। আপনি ৩-৪-৬-৮ যটাই বিয়ে করুন না কেন আইন মেনে করুন।’

Related Articles