বিতর্কিত ‘সোডা সং’য়ে তৃণার পায়ে পানীয় ঢাললেন নীল! মুর্চ্ছা যাওয়ার জোগাড় দর্শক-অনুরাগীদের…
Trina's husband Neel is also featured in the item song 'Soda Song' of Yash-Nusrat's 'Sentimental'.

The Truth Of Bengal: টলিউডের নুসরত জাহান ও যশ দাসগুপ্ত এবার প্রযোজকের ভূমিকায় আত্মপ্রকাশ করলেন।শুক্রবার মুক্তি পেল এই জুটির নতুন ছবি সেন্টিমেন্টাল। প্রযোজনার পাশাপাশি ছবির লিড রোলে রয়েছেন নুসরত ও যশ। ছবি মুক্তির দুদিন আগে কোর্টের নির্দেশে ছবির নাম বদল হলেও নির্দিষ্ট দিনেই মুক্তি পেল ছবিটি।
যশ-নুসরতের ‘সেন্টিমেন্টাল’ ছবির আইটেম গান ‘সোডা সং’য়ে রয়েছেন তৃণার স্বামী নীলও। প্রথমবার তারকাদম্পতি কোনও আইটেম নম্বরে জুটি হিসেবে ধরা দিলেন। এই আইটেম গানের নামও রঙিন- ‘সোডা সং’। মিউজিক ভিডিওতে তৃণার ঠুমকা দেখে দর্শক-অনুরাগীদের প্রায় মুর্চ্ছা যাওয়ার জোগাড়। তৃণার পায়ে মদ ঢেলে চাটছে। আর স্ত্রীর এই দেখে কি ‘সেন্টিমেন্টাল’ হলেন স্বামী নীল ভট্টাচার্য?
যশ এবং নুসরত, দু’জনেই বাণিজ্যিক ছবি থেকে উঠে এসেছেন, এবার সেই বাণিজ্যিক ছবিরই হাত ধরে প্রযোজক হয়ে টলিউডে আত্মপ্রকাশ করলেন যশরত। শুক্রবার শহরের বিভিন্ন মাল্টিপ্লেক্সে মুক্তি পেল আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি ‘সেন্টিমেন্টাল’। এই ছবিতে ফের একবার খাকি উর্দিতে পর্দায় ধরা দিলেন যশ। ইন্সপেক্টর সূর্য রায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। রঘুনাথপুরের প্রেক্ষাপটে সাজানো এই ছবির গল্প। রঘুনাথপুরের বিধায়ক, ‘দিদিমণি’ রুদ্রাণী চৌধুরীর সঙ্গে সম্মুখ সমরে সূর্য। নারী পাচার, স্মাগলিং-এর ব্যবসা চালায় রুদ্রাণী। এক কথায় রঘুনাথপুরের ভগবান তিনি।এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর বাংলা ছবিতে ফিরলেন সায়ন্তনী ঘোষ। এই ছবির খলনায়িকা হলেন সায়ন্তনী।
ছবির ট্রেলার জুড়ে দেখা গিয়েছিল পাওয়ার-প্যাক অ্যাকশন আর সংলাপের ছড়াছড়ি। শুরুতেই সূর্যর মুখে শোনা গেল ফাটাফাটি ডায়লগ- ‘তোরা গুণ্ডা হলে আমি সরকারি গুণ্ডা। মারলে হিরো, মরলে মডেল। তোরা মারলে মার্ডার, আমি মারলে এনকাউন্টার’। এমনসব চটকদার সংলাপ দিয়ে এগিয়েছে এই ছবির চিত্রনাট্য। এই ছবিতে পূজার ভূমিকায় দেখা যাবে নুসরতকে। অ্যাকশনের ফাঁকে দর্শককে রিলিফ দেওয়ার জন্য থাকছে যশ ও নুসরতের কিছু রোম্যান্টিক গান। ইতিমধ্যেই, ছবির প্রথম গান ‘কী একখান গান বানাইসে’ বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল দুনিয়ায়। মিকা সিং ও ইমন চক্রবর্তীর গাওয়া এই গানটি ছবি রিলিজের আগেই জনপ্রিয় হয়ে উঠেছে।
Free Access