বিনোদন
Trending

সাবধান আসছে ‘তুফান’, বলছে ‘গোটা দেশ চাই’

Toofan Trailer

The truth Of Bengal: ‘তুফান মানুষ নয়, আবার পরশুও, তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস …’। আগেই এসেছিল তুফানের টিজার। আর এবার শনিবার এল এর ট্রেলার। যেখানে শুরুতেই দুর্দান্ত অ্যাকশন সিকুয়েন্স এর মধ্যে দিয়ে দর্শকের সাথে আলাপ হচ্ছে তুফানের।

বলা চলে অ্যাকশনকে হাতিয়ার করে দুই বাংলায় ঝড় তুলতে আসছে তুফান। শুরু থেকেই যেন রনং দেহি রূপ অভিনেতা শাকিবের। একদিকে যখন ধামাকাদার অ্যাকশনে দেখা যাচ্ছে শাকিবকে তেমনি এর মাঝে প্রেমের ছোঁয়া নিয়ে ‘দুষ্টু কোকিল’ হয়ে আসছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। যাকে ছবির ট্রেলারে প্রেম নিবেদন করছেন শাকিব। ওপার বাংলার জনপ্রিয় পরিচালক রায়হান রাফির পরিচালনায় তুফান ছবিতে জুটি বাঁধছেন ওপার বাংলার নায়ক শাকিব এবং এবার বাংলার নায়িকা মিমি।

এছাড়াও তাদের সঙ্গে রয়েছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্র সিআইডি আক্রম, ওরফে  চঞ্চল চৌধুরী। যে তুফানের সাথে খেলবে মাথা দিয়ে। ওপার বাংলার আলফা আই, চোর কি এবং এপার বাংলার এসভিএফ এর প্রযোজনায় তৈরি তুফান। শাকিব ও মিমির তুফান আগামী ঈদে মুক্তি পাবে বাংলাদেশ। আর ভারতে এবং অন্যান্য দেশের মুক্তি পাবে ২৮ জুন।

Related Articles