
The Truth of Bengal: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিএবার টলিউডের ছবিতে অভিনয় করবেন। চলতি মাস থেকেই শুরু হবে ছবির শুটিং পর্ব। ‘ফেলুবকসি’ নামক এই ছবিতে পরীর বিপরীতে থাকবেন টলিউড নায়ক সোহম চক্রবর্তী। ছবিটি থ্রিলারধর্মী। এই ছবিতে পরীমণির চরিত্রের নাম ‘লাবণ্য’। তবে ছবির গল্প কিংবা চরিত্র সম্পর্কে বেশি কিছু বলতে না চাইলে বাংলার বিধায়কের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন পরীমনি।