বিনোদন
সুইমিং পুলে উষ্ণতা ছড়াচ্ছেন টলি সুন্দরী

TRUTH OF BENGAL : দক্ষিন বঙ্গ এখনো সেভাবে বৃষ্টি পায়নি । দু এক পশলা বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গ। তবে নাগারে ভাসছে উত্তর। এদিকে আবহাওয়ার খামখেয়ালী পনার দিকে নজর না দিয়ে নিজেকে ডোবালেন জলে । অভিনেত্রী মনামি ঘোষ সবুজ মনোকিনিতে সুইমিংপুলে ভেজাচ্ছেন শরীর। তার সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল সাইটে পোস্ট করেছেন। সেই ছবিতে মুগ্ধ নেট দুনিয়া।
নীল জলে সবুজ পোশাকে অনবদ্য লুকে ধরা দিয়েছেন মনামী , চোখে রোদ চশমা । আর সেই ছবিতে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন ফায়ার ইন ওয়াটার। কেউ আবার শুধু আগুনের ইমোজি পোস্ট করেছেন। টলিউডের বেশ নাম ডাক রয়েছে মনামীর , একাধিক ছবি এবং সিরিয়ালে তাকে দেখা গিয়েছে। আর এবার যে মনামী যে লুকে ধরা দিলেন তা মন কেড়েছে সকলেরই। আবহাওয়ার গরমের মাঝে নীল জলে উষ্ণতা ছড়াচ্ছেন টলি সুন্দরী।