
The Truth of Bengal: গত বছর পানমশলার বিজ্ঞাপন করে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড সুপারস্টার অক্ষয়কুমার। সে সময় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। শেষপর্যন্ত বাধ্য হয়ে তাঁকে এর জন্য ক্ষমাও চাইতে হয়। তখন তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন যে, “আমার অনুরাগীরা মোটেই আমাকে পান মশলার বিজ্ঞাপনে দেখে খুশি নন। আমি আর কোনও দিন এমন বিজ্ঞাপন করব না।” কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই একই কারণে ফের আইনি নোটিশ পেলেন তিনি। তবে এবারে তিনি একা নয় সঙ্গে রয়েছেন অজয় দেবগন ও শাহরুখ খান।
বেশকিছু দিন ধরেই একটি গুটখার বিজ্ঞপনে মুখ হয়ে উঠেছিলেন বলিউডের এই তিন সুপারস্টার। খবরের সূত্র অনুসারে এক ব্যক্তি এই বিষয়ে এলাহাবাদ হাইকোর্টে একটি মামলা দায়ের করেন এই তিন তারকার বিরুদ্ধে। সেই মামলার ভিত্তিতে এলাহাবাদ হাই কোর্টকে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, যে ইতিমধ্যেই তিন তারকাকে এই সংক্রান্ত বিষয়ে নোটিস পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত বিষয়ে গত অক্টোবরে মামলা দায়ের হয়েছিল। সম্প্রতি, তার জেরেই মামলাকারী জনৈক ব্যক্তি কেন্দ্রের প্রতিনিধির কাছে জানতে চান, কী ব্যবস্থা নেওয়া হয়েছে? এর প্রেক্ষিতে শুক্রবার কেন্দ্রের পক্ষ থেকে এলাহাবাদ হাই কোর্টকে জানানো হয়, ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে তিন তারকাকে নোটিস দেওয়া হয়েছে। পাশাপাশি এও বলা হয়, এই একই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি শুনানি চলছে। ফলে এলাহাবাদ হাই কোর্টের মামলাটি যেন খারিজ করা হয়। ফলে, এই বিজ্ঞাপন সংক্রান্ত মামলা-মোকদ্দমার জল কতদূর গড়ায় তার দিকেই নজর থাকবে সকলের।