এবার আর ড্যাশিং হিরো নন, বাবা রুপে মেয়ের সাথে প্রথমবার পিতৃদিবস উদযাপন রামচরনের
This time, no longer a dashing hero, Ram Charan celebrated Father's Day with his daughter for the first time

The Truth Of Bengal : কাউকে যদি আচমকা প্রশ্ন করা হয়, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? মাকে নাকি বাবাকে? তাহলে হয়তো অনেকেই থতমত খেয়ে যাবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কেউ বলেন মাকে আবার কেউ বলেন বাবাকে। আবার অনেকে উত্তর দেন বাবা তো বাবা-ই হয়। পিতৃ দিবসে অনেকেই নিজেদের বাবাদের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ আবার এই দিনটাকে খুব স্পেশালভাবে সেলিব্রেট করেছেন। কিন্তু একদিকে বলিপাড়ায় যখন বরুণ ধওয়ানের মেয়ের ছবি প্রথমবার প্রকাশ্যে এনে ভাইরাল সোশ্যাল মিডিয়া ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রামচরনের ছবি দেওয়া একটি পোস্ট ঘিরে তোলপার নেটদুনিয়া। instagram- এ রামচরণের একটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বাবা ও মেয়ের অপরূপ যুগলবন্দী।
Here’s the most adorable picture of new dad @AlwaysRamCharan and #KlinKaaraKonidela to light up Father’s Day ❤️❤️#FathersDay#GlobalStarRamCharan #RamCharan #RC #RC16 #RC17 #DrRamCharan #GameChanger pic.twitter.com/tVwlYdGMOc
— SivaCherry (@sivacherry9) June 16, 2024
রামচরণ-উপাসনার একমাত্র কন্যা সন্তান রয়েছে। তাদের মেয়ের বয়স ১১ বছর। এতদিন নেট দুনিয়া থেকে নিজেদের মেয়েকে একেবারে আড়ালে রেখেছিলে এই দম্পতি। অনুরাগীদের বহুবার অনুরোধের সত্বেও কোনভাবেই প্রকাশ্যে আনেননি সন্তানের ছবিটা। তবে এবার প্রথমবার মেয়ের ছবি এল প্রকাশ্যে।
রামচরণ নিজের মেয়ের ছবি সমাজ মাধ্যমে শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে মেয়েকে হাতের পাতায় বসিয়ে উঁচুতে তুলে ধরেছেন দক্ষিণী অভিনেতা। তবে বাবার এরূপকাণ্ড দেখে মোটেও ভয় পায়নি একরত্তি মেয়ে। বরং একেবারে খিলখিলিয়ে হাসছে। এদিন রামচরনের পরনে ছিল লাল- কালো- সবুজ চেক শার্ট। আর মেয়েও একেবারে রং মিলিয়ে একই রংয়ের শর্ট স্কার্ট। ক্যাপশনে লেখা রয়েছে, “প্রথম বাবার সবচেয়ে আদুরে ছবি।”