এবারে বড়দিনে ‘দেব ভার্সেস মিঠুন’, কমার্শিয়াল ছবি বনাম একরাশ নস্ট্যালজিয়ার লড়াই
This Christmas, 'Dev Versus Mithun',

The Truth Of Bengal: গত বছর বড়দিনে মিঠুন এবং দেব একসঙ্গে বড়পর্দায় ধরা দিয়েছিলেন ‘প্রজাপতি’র হাত ধরে। ২০২২-এর শেষে মুক্তি প্রাপ্ত এই প্রজাপতি ছবিটি বছরের সেরা ছবির তকমাও দখল করে। কিন্তু এইবছর চিত্রটা একেবারে বিপরীত। বড়দিনে মিঠুন বনাম দেব হতে চলেছে। কারণ একই দিনে মুক্তি পাবে দেবের প্রধান ও মিঠুনের কাবুলিওয়ালা।
এবারে বড়দিনে ‘দেব ভার্সেস মিঠুন’। দেবের ‘প্রধান’ এর সঙ্গে মুক্তি পাবে মিঠুনের ‘কাবুলিওয়ালা’। প্রতিবছর নিজের জন্মদিন উপলক্ষ্যে দর্শকদের ছবি উপহার দেয় টলিউড সুপারস্টার দেব। টনিক ও প্রজাপতির পর এইবার প্রযোজক দেব আসছেন তাঁর প্রধান নিয়ে। ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন দেব। তাঁর চরিত্রের নাম দীপক প্রধান। দুর্নীতির বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়ায় একজন পুলিশ অফিসার এবং এর জন্য তাঁকে কী কী ত্যাগ করতে হয় এই নিয়েই এগিয়েছে ছবির চিত্রনাট্য। ছবিতে দেবের বিপরীতে রয়েছেন টলিউডের মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু। এই ছবির হাত ধরে বাংলা সিনেমায় ডেবিউ করছে সৌমিতৃষা। এছাড়াও টনিকের পর ফের একবার দেবের ছবিতে দেখা যাবে টলিউডের বর্যীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে। দেব-পরাণ ছাড়াও সোহম,মমতাশঙ্কর,অর্নিবান চক্রবর্তী ও সাবিত্রী চট্টোপাধ্যায়কে দেখা যাবে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে।
অন্যদিকে, নোবেল চোর-এর পর ফের একবার জুটিতে আসছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী ও পরিচালক সুমন ঘোষ। ছবির নাম কাবুলিওয়ালা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পকেই চলচ্চিত্রে রূপ দিয়েছেন পরিচালক সুমন ঘোষ। বাঙালির কাছে কাবুলিওয়ালা ও তাঁর খোকি- এই অসমবয়সি বন্ধুত্বের গল্প এক প্রকার ছেলেবেলার নানা অনুভূতি ফিরিয়ে আনে। এবার সেই অনুভূতিই ফিরিয়ে আনছেন পরিচালক সুমন ঘোষ তাঁর কাবুলিওয়ালা ছবিতে। লিড রোল অর্থাত্ রহমত চরিত্রে রয়েছেন নান আদার দ্যান মিঠুন চক্রবর্তী। আর ছোট্ট মিনির চরিত্রে অভিনয় করেছেন মিঠাই সিরিয়ালখ্যাত অনুমেঘা কাহালি। কাবুলিওয়ালা’-র ট্রেলারের প্রথম ঝলকেই যেন আরও একবার নস্ট্যালজিয়া উসকে দিলেন মিঠুন। ছবিতে মিঠুনের সঙ্গে মিনির বাবা চরিত্রে আবীর চট্টোপাধ্যায় ও মায়ের চরিত্রে রয়েছেন সোহিনী সরকার।
ছোটবেলার স্মৃতিরা ফের ফিরে পাক জীবন, সেই প্রচেষ্টাতেই পরিচালক সুমন ঘোষ আনছেন ‘কাবুলিওয়ালা’। অন্যদিকে সোশ্যাল মেসেজ দিতে আসছে প্রধান। ছবি মুক্তির মতো একই দিনে প্রকাশ্যে এসেছিল দুটি ছবির ট্রেলার। এই ছবি মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য, অনুভূতি ভাগ করে নিয়েছেন নেটিজেনরা।কারোর মতে প্রধান হল বাস্তব সময়ের প্রেক্ষাপটের ছবি। আবার অনেকেই বলছেন, ছোটবেলার স্মৃতি ফিরিয়ে দিচ্ছে এই কাবুলিওয়ালা।দেবের নতুন ছবি ‘প্রধান’-এর সঙ্গেই মুক্তি পাচ্ছে এই ছবিটি। তাই বড়দিনের প্রাক্কালে একদিকে কমার্শিয়াল ছবি বনাম একরাশ নস্ট্যালজিয়ার লড়াই দেখার প্রর্তীক্ষায় যে রয়েছে সিনেপ্রেমী বাঙালি দর্শক তা আর বলার অপেক্ষা রাখে না।
Free Access