প্রতীক্ষার অবসান, নিজের গানের কপিরাইটের অনুমতি পেলেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর
The wait is over, Bhuvan Badyakar of Kacha Badam fame has got copyright permission for his song

The Truth Of Bengal : বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম… এই গানটি ২০২১ সালে সোস্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে। এমনকী সারা বিশ্বে কয়েক মিলিয়ন মানুষ এই গান শুনেছিলেন। সেই সময় মোবাইলে ফেসবুক, ইউটিউব, টিকটিক, মজ ইত্যাদি খুললেই বেজে উঠত এই গান। যিনি এই গানের স্রষ্টা তাঁর নাম ভুবন বাদ্যকর। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা। গত ২৯ নভেম্বর ২০২১ সালে আমার বীরভূম নামে প্রথম তাঁর এই গানের খবরটি সম্প্রচার করা হয়। কিন্তু তখন ইলামবাজার এলাকার এক বাসিন্দা গোপাল ঘোষ নাকি ভুবন বাদ্যকরকে ভুল বুঝিয়ে তাঁর গানের কপিরাইট নিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন ভুবন বাদ্যকর। তাঁর গান যাঁরাই সোস্যাল মিডিয়ায় পোস্ট করছেন তখনই তাদের একাউন্টে কপিরাইট ক্লেম করছেন গোপাল ঘোষ। এমনকী ভুবন বাদ্যকর নিজেও যদি সেই গান করছেন তাঁকেও কপিরাইট দিয়ে দেওয়া হচ্ছে। তাই এবার থেকে তাঁর চিন্তা দূর হল ভুবন বাদ্যকরের।
জানা যায়, ইলামবাজারের গোপাল ঘোষ ও তাঁর সংস্থা গোধূলিবেলা মিউজিকের বিরুদ্ধে তার অজান্তেই কপিরাইট কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছিলেন ভুবন বাদ্যকর । মূলত ভুবন বাদ্যকর অভিযোগ করেছিলেন, বাঁকুড়ার বেঙ্গল রিমিক্স মিউজিকের সঙ্গে তাঁর প্রথম কপিরাইটের চুক্তি হওয়া সত্বেও তাঁকে আইপিআরএস অর্থাৎ শিল্পী ভাতার্ ব্যবস্থা করে দেওয়ার নাম করে তাঁর কপিরাইটের ওনারশিপ লিখিয়ে নিয়েছিলেন বীরভূমের ইলামবাজারের গোধূলিবেলা মিউজিকের কর্ণধার গোপাল ঘোষ। আর তার জন্যই কেন্দ্রীয় সরকারের কপিরাইট বোর্ডের কাছে তাঁরা কপিরাইট ফেরত চেয়ে আবেদন জানিয়েছিলেন। মূলত ভুবন বাদ্যকরের পক্ষে এই অভিযোগ জানিয়েছিল বাঁকুড়ার বেঙ্গল রিমিক্স মিউজিক নামক সংস্থা।
পাশাপাশি তাদের তরফ থেকে কপিরাইট ক্লেম করে যে সমস্ত টাকা গোপাল ঘোষ তুলে নিয়েছিল সেই টাকা ফেরত পাওয়ার জন্যও অভিযোগ জানানো হয় আদালতে । সেই মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু তারই মধ্যে মুম্বাইয়ের কেন্দ্রীয় সরকারের কপিরাইট বোর্ড থেকে কাচা বাদাম গানের ওনারশিপ সার্টিফিকেট দেওয়া হলো বেঙ্গল রিমিক্স মিউজিককে। স্বাভাবিকভাবেই আবারও কপিরাইট ফেরত পেয়ে মুখে হাসি ফুটেছে ভুবন বাদ্যকরের । তবে কপিরাইট ইন্সফিগমেন্ট এর জন্য আদালত কি রায় দেয় সেটাই এখন দেখার।
Free Access