বিনোদন

দিবাকরের ‘কমসিন কলি’ কে হলেন ? জেনে নিন

The sequel to the 2010 experimental film 'Love Sex Aur Dhokha' will release soon

The Truth Of Bengal : ২০১০ সালের এক্সপেরিমেন্টাল ছবি লাভ সেক্স অউর ধোঁকার সিক্যুয়েল মুক্তি পাবে শীঘ্রই। আগের বারের মতন নতুন ভার্সানেরও পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক দিবাকর ব্যানার্জী। চলতি মাসের শুরুতেই মুক্তি পেয়েছিল এলএসডি-টুর টিজার। রিয়ালিটি শো থেকে সেক্স স্ক্যান্ডেল সবই মজুদ রয়েছে দিবাকরের এই ডার্ক ছবিতে। এমনকি আগের থেকে অনেক বেশি ডার্ক হতে চলেছে সিক্যুয়েলটি।

এই ছবিতে মৌনি রায়, তুষার কাপুর, অনু মালিক, স্বরূপা ঘোষ, স্বস্তিকা মুখার্জি, অনুপম জোয়ারদার এবং উরফি জাভেদ রয়েছেন। শুক্রবার প্রকাশ্যে এল ছবির একটি গান কমসিন কলি। নেহা কক্কর ও টনি কক্করের যুগলবন্দি ধরা পড়ল গানটিতে। ফিল্মের টিজার প্রকাশের আগে, দিবাকর সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন যে তাঁর এই ছবি সাহসীকতার দিক থেকে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলিউডে।

তাই, চমকপ্রদ এবং সাহসী বিষয়বস্তু সম্পর্কে সতর্ক করে যা তারা ছবিটি থেকে আশা করতে পারে। দিবাকরের এই এক্সপেরিমেন্টাল ছবি এতটাই ডার্ক যে টিজার রিলিজের সঙ্গে পরিবারের সঙ্গে বসে দেখবেন না বলে জানিয়েছেন খোদ পরিচালক দিবাকর ব্যানার্জী। এবার ছবির প্রথম গানে সেই সাহসীকতার পরিচয় দিল ধনশ্রী ভার্মা।

 

Related Articles