বিনোদন

ফের পিছিয়ে গেল ক্যাটের ছবি মুক্তির তারিখ!

Katrina Kaif

The Truth of Bengal: ফের পিছিয়ে গেল ক্যাটরিনা কাইফের ‘মেরিক্রিসমাস’ ছবি মু্ক্তির তারিখ। কেন বারবার মুক্তির তারিখ পাল্টানো হচ্ছে? এর পেছনে কি কারণ বলিউড বাদশা কিং খান? আসলে এবছরই শাহরুখ খানের পাঠান ও ‘জওয়ান’ ছবি মুক্তি পায়। এই দুই সিনেমার মিলিত আয় দুই হাজার কোটিরও বেশি। এদিকে আবারও ডিসেম্বরে আসছে ‘ডাঙ্কি’। তা নিয়েও প্রত্যাশা তুঙ্গে। এমনই পরিস্থিতির জন্যই বোধহয় পিছিয়ে গেল ক্যাটরিনা কাইফের ‘মেরি ক্রিসমাস’ সিনেমার মুক্তি। এর আগে ২০২২ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল, সেই সময় রণবীর সিংয়ের ‘সার্কাস’ সিনেমার সঙ্গে দ্বৈরথ এড়ানোর জন্য ক্যাটরিনাদের ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়।

এরপরচলতি বছরের ১৫ই ডিসেম্বর ক্যাটের ছবি মেরি ক্রিসমাস মুক্তি পাওয়ার কথা ছিল তবে সেই তারিখও পিছিয়ে দিয়েছে ছবি নির্মাতারা। কিন্তু কেন? এর নেপথ্যে কি শাহরুখ নাকি অন্য কিছু। এদিকে নভেম্বর মাসের যে কয়েকটি দিন বাকি রয়েছে তাতে তেমন কোনও বড় রিলিজ নেই। কিন্তু ডিসেম্বরের শুরুতেই বক্স অফিসে সম্মুখ সমরে ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল ও প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর। কারণ পয়লা ডিসেম্বরই মুক্তি পাচ্ছে ‘অ্যানিম্যাল’ ও ‘স্যাম বাহাদুর’। এর পর আবার রয়েছে সুহানা খান, খুশি কাপুর, অগস্ত্য নন্দাদের ‘দ্য আর্চিজ’। সবশেষে ‘ডাঙ্কি’র পালা।

প্রতিবার বক্স অফিসে শাহরুখ যেভাবে ঝড় তুলছেন তার এক সপ্তাহ আগে হয়তো সিনেমা রিলিজ করতে চাইছেন না ‘মেরি ক্রিসমাস’ টিম। সেই কারণেই পিছিয়েদেওয়া হয়েছে ছবির মুক্তি। শ্রীরাম রাঘবনের পরিচালনায় তৈরি ‘মেরি ক্রিসমাস’ ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও তাঁর বিপরীতে দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে।সব ঠিক থাকলে ছবিটি ২০২৪ সালের ১২ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতারা। এখন সেদিকেই তাকিয়া রয়েছে ভক্তরা।

Related Articles