বিনোদন

ফিরছে ফৌজি, ২৭ বছরের অপেক্ষার অবসান বড় পর্দায় বর্ডার ২

The 27-year wait is over for Border 2 on the big screen

The Truth of Bengal: ২৭ বছরের অপেক্ষার অবসান। এবার নিজের ফিরে আসার প্রতিশ্রুতি পূরণ করবে মেজার কুলদীপ সিং ওরফে সানি, সানি দেওল। ভারতের সবথেকে বড় ওয়ার ফিল্ম আবার ফিরতে চলেছে। রূপকুমার রাঠোর এবং সনু নিগমের আইকনিক ট্রাকে সন্দেশে আতে হ্যাইয়ের মিউজিকাল নোটে অ্যানাউন্সমেন্ট হয়েছে তার। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি সেটি শেয়ার করেছেন।

সানি দেওয়াল অভিনীত জেপি দত্তের ১৯৯৭ সালের ব্লকবাস্টার হিট ওয়ার ফিল্ম বর্ডারের আইকনিক চরিত্র কুলদীপ। ২৭ বছর পর এবার নতুন রূপে ফিরে আসছে সে। ছবিটির পরিচালনা করছেন অনুরাগ সিং। প্রযোজনার দায়িত থাকবেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, জেপি দত্ত এবং নিধি দত্ত। বড় ছবির অনুরাগীরা তো আছেনই, একই সাথে এখন বর্তমান প্রজন্মও মুখিয়ে আছে। এবার শুধুই অপেক্ষা।

Related Articles