বিনোদন
Trending
অপেক্ষার অবসান! মুক্তি পেল জন আব্রাহামের ‘ভেদা’র টিজার
Teaser of John Abraham's 'Veda' released

The Truth Of Bengal: বহুদিনের অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল ‘ভেদা’র টিজার। জন আব্রাহাম, শর্বরী, অভিষেক ব্যানার্জি এবং তামান্না ভাটিয়া অভিনীত এই ছবি এক কথায় বলা চলে একেবারে থ্রিলিং আর অ্যাকশন প্যাকড।
টিজারটি শুরুই হচ্ছে এমন একটি দৃশ্য দিয়ে যেখানে দেখা যাচ্ছে একটি মেয়ে লড়াই করছে। লড়াই করছে নিজের লক্ষ্যে পৌঁছনোর জন্য। সে নিজেকে কঠোর থেকে কঠোরতম বানাচ্ছে। এমন একজনকে সে চাইছে যে তাকে প্রোটেক করবে না তাকে ধারালো অস্ত্র বানাতে পারে। এর সাথেই আছে প্রচুর অ্যাকশন আর ধামাকাদার ডায়লগ।
আবার মাঝে একটু ছোঁয়া আছে ভালোবাসার। আর এই সবটা নিয়েই আবর্তিত হয়েছে নিখিল আদভানি পরিচালিত ভেদা। ইতিমধ্যেই টিজারটি আসার পর থেকেই বেশ সাড়া ফেলেছে দর্শক মহলে। এবার শুধু এটাই দেখার যে ছবিটি দর্শক মহলে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে।