আবারো ছোটপর্দায় জুটি বাঁধতে চলেছেন তথাগত-পায়েল
Tathagata-Payal is going to pair up again on the small screen

Bangla jago Desk: জুটি বাঁধতে চলেছেন তথাগত মুখোপাধ্যায় আর পায়েল দে। সম্প্রতি স্টার জলসার দেশের মাটি সিরিয়ালে তাদের একসাথে অভিনয় করতে দেখা গিয়েছিল। এরপরে শোনা যাচ্ছে, ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকের মধ্য দিয়ে তারা আবারও জুটি বাঁধতে চলেছে। শোনা যাচ্ছে, ধারাবাহিকটিতে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আলো ওরফে আলোলিকা সিংহ রায়কে। নতুন ধারাবাহিকের গল্পটা ঠিক এরকম যে ‘সূর্যোদয়’ পত্রিকার সর্বেসর্বা উদয়ন সিংহ রায়ের পূত্রবধূ এবং সুপ্রতিষ্ঠিত ব্যাঙ্কের প্রধান কর্মকর্তা রুদ্র সিংহ রায়ের স্ত্রী। যে কিনা সংসারের প্রতিটি খুঁটিনাটি, প্রতিটি সদস্যের সুবিধা-অসুবিধা সবটাই বোঝে।
সংসারে সবাইকে এক সুতোই বেঁধে রাখার আপ্রাণ চেষ্টা করে আলো। কিন্তু সংসারের কোন সদস্যই আলোর প্রতি নজর দেয় না। ১৫ বছরের সংসারজীবনে প্রাপ্য সম্মানটুকু সে পাইনি।তবে জীবনের মধ্যাহ্নে এসে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। শুরু হয় তার নিজের পরিচয় খোঁজার পালা। পারবে কি আলো নিজের স্বপ্ন পূরণ করতে, তার উত্তর মিলবে ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকের মধ্য দিয়ে। অপরদিকে ব্যাঙ্কের উঁচু পোস্টে কর্মরত তথাগতকে পায়েলের স্বামীর চরিত্রে দেখা যাবে।