বিনোদন

রাকেশের পার্টিতে আলাপ! তারপর জয়ের সাথে কীভাবে বিয়ে,জানুন জুহির জন্মদিনে

Talk at Rakesh's party! Then how did he get married to Joy, find out on Juhi's birthday

Truth of Bengal: ৫৭ বছরে পা দিলেন অভিনেত্রী জুহি চাওলা। বলিউডের ৯০ দশকের অন্যতম হিট অভিনেত্রী হলেন জুহি। জয়ের সাথে প্রেম তারপরে বিয়ে। কারোবার ছবিটির শ্যুটিংয়ের জন্য জুহি চাওলা যাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকায়। আর ঠিক সেই সময়ই রাকেশ রোশনের দেওয়া একটি নৈশভোজের পার্টিতে প্রথমবার জয় মেহতার সঙ্গে দেখা হয় জুহি চাওলার। পরবর্তীতে সেই আলাপ গড়ায় প্রেমে এবং পরিণয়ে।

১৯৯৫ সালে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে জুহি এবং জয় বিয়ে সারেন। বিয়ের সেই ঘরোয়া অনুষ্ঠানে কেবল তাঁদের দুজনের পরিবার এবং নিকট বন্ধুরা উপস্থিত ছিলেন। প্রথমে জুহির সাথে জয়ের বিয়ের কথা কেউ জানতে না পারলেও, পরবর্তীতে তাঁদের প্রথম সন্তান যখন অভিনেত্রীর গর্ভে আসে, তখনই তাঁদের বিয়ের কথা সামনে আসে। তবে জয়ের প্রথম স্ত্রী জুহি নন, জয়ের এর আগেও বিয়ে হয়েছিল।

জুহি জয়ের দ্বিতীয় স্ত্রী। তিনি এর আগে যশ বিড়লার  বোন সুজাতা বিড়লাকে বিয়ে করেছিলেন। কিন্তু ১৯৯০ সালে একটি প্লেন দুর্ঘটনায় মৃত্যু হয় প্রথম স্ত্রী সুজাতার। আর তাঁর পর থেকেই জুহি আর জয়ের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়ে। একটা সময় জুহি  বন্ধু হিসেবে সবসময় জয়ের পাশে থেকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সহায়তা করেছিলো। আর সেখান থেকেই প্রেমের সূত্রপাত তাঁদের।