Tabu: পাকিস্তানে জন্ম হলেও বাবার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ! তাবু’র পারিবারিক ইতিহাস, যা কল্পনাও করতে পারবেন না!

The Truth Of Bengal: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘ক্রু’ ছবিটি। যেখানে বলিউডের করিনা কাপুর খান সহ কৃতি স্যানন এর সঙ্গে তাবু’কেও অভিনয় করতে দেখা যায়। ছবিটি বিশ্বব্যাপী এখনও পর্যন্ত ১৫০ কোটি টাকার ব্যবসা করেছে। অন্যান্য অভিনেত্রীদের মতোই তাবু’ও একজন প্রথাভাঙ্গা অভিনেত্রী। বরাবরই নিজের কাজের জন্য প্রশংসিত হয়ে থাকেন দর্শকদের কাছে। তবে জানেন কি অভিনেত্রীর পারিবারিক ইতিহাস? যদিও বি-টাউনে কান পাতলেই শোনা যায়, তাবুর পারিবারিক ইতিহাস। যেখানে প্রথমেই উঠে আসে অভিনেত্রীর বাবার পরিচয়।
পাকিস্তানের সিনেমা জগৎ- এর অন্যতম জনপ্রিয় মুখ জামাল হাশমির মেয়ে তাবাসসুম ফাতিমা হাশমির জন্ম ১৯৭১ সালের ৪ঠা মে। মনে হতেই পারে এর সঙ্গে তাবুর পরিচয় কোথায় কিংবা এগুল এখানে বলা হচ্ছেই বা কেন? সূত্রের খবর যে তাবুর নাম আসলেই তাবাসসুম ফাতিমা হাশমি। পাকিস্তানের অভিনেতা জামাল হাশমির মেয়ে তাবু’র জন্ম পাকিস্তানেই। তবে জামাল হাশমির সঙ্গে একজন শিক্ষিকার আলাপ হয়। এরপর সেই হায়দ্রাবাদের মেয়ে সঙ্গে একজন শিক্ষিকা রিজওয়ানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জামাল। এবং তাঁরা ভারতে চলে আসেন।
ভারতে আসারপর তাঁদের জীবনে দুই নতুন সদস্যের আগমন হয়। তাঁদের দুই কণ্যা সন্তান তাবু ও ফারাহ নাজকে নিয়েই দুই দম্পতি সুন্দার জীবন কাটাতে থাকেন। তবে এই সুখ চিরকাল তাঁদের ভাগ্যে রইল না। পারিবারিক অশান্তির জেরে জামালকে ছেড়ে বাবার কাছে দুই মেয়েকে নিয়ে ফিরে আসেন রিজওয়ানা। এরপর জামাল হাশমি পুনরায় বিয়ে করেন এবং আরও দুটি কন্যা সন্তানকে জন্ম দেন। তবে অপরদিকে রিজওয়ানা হয়ে ওঠেন ‘সিঙ্গেল মাদার’!
একাধিক বার তাঁকে তাঁর পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন করা হলে তাবু বলেন, তাঁর কাছে তাঁর বাবার পরিচয় কখনই গুরুত্বপূর্ণ নয়! তাবুর আগের নাম অর্থাৎ তাবাসসুম ফাতিমা হাশমি নিয়ে তাঁর কোনও স্মৃতিই নেই, তাই ‘ক্রু’ সিনেমার নায়িকা মনে করেন না যে তাঁর নামের সঙ্গে তাঁর বাবার নামের উপাধির কোনও গুরুত্ব আছে।
ফারাহ এবং তাবুকে ছোট বেলা থেকেই মানুষ করেছেন রিজওয়ানা। যার কজিন বোন শাবানা আজমি। একপ্রকার তাবুর এই অভিনয়ে পারদর্শিকতা সঙ্গে প্রথাভাঙ্গা অভিনয়ের কারন বোধহয় স্পষ্ট এতক্ষণে? যেখানে শাবানা’র মতো গাইড পেয়েছেন অভিনেত্রী সেখানে সফলতা পাওয়াটাই স্বাভাবিক নয় কি? বলে রাখা ভালো, শুধুমাত্র তাবু নয় ফারাহ-ও একজন প্রথাভাঙ্গা অভিনেত্রী! আশির দশকের শেষের দিকে বহু সিনেমায় কাজ করতে দেখা গিয়েছে। যার মধ্যে অন্যতম জনপ্রিয় ছবি, ‘নসিব আপনা আপনা’। তাছারাও ইয়শ রাজ ফিল্মস এও তাঁকে কাজ করতে দেখা গিয়েছে।