বিনোদন

বড়পর্দায় আসতে চলেছে ‘সূর্য’, মুক্তির আগেই কি জানালেন মাধবন

'Surya' is going to hit the big screen, what Madhavan said before the release

The Truth Of Bengal: আর মাধবন অভিনীত ‘মারা’ ছবির গল্প অবলম্বনে ‘সূর্য’ সিনেমাটি করা হয়েছে। সে কারণে আর মাধবন ‘সূর্য’ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন।তিন বলেছেন, ‘মারা’ সিনেমাটি আমার কাছে ভীষণ স্পেশাল। এবার প্রযোজক প্রদীপ চক্রবর্তী এই একই গল্প নিয়ে বাংলা ভাষাতে তিরী করছেন ‘সূর্য’। আশা করি এটিও সুপারহিট হবে। আমার শুভ কামনা রইলো পরিচালক শিলাদিত্য মৌলিক সহ বিক্রম ও গোটা সূর্যএর পুরো টিমের জন্য।

যদিও বা এই ছবির ট্রেলারে বিক্রমের মুখে কোনও সংলাপ শোনা যায়নি। ট্রেলারের শুরু থেকে দেখা গিয়েছে উমা পৌঁছেছে সূর্য এর ঘরে। কিন্তু সেখানে সূর্য নিজে নেই, সেখানে চারিদিকে নজরে রয়েছে তার হাতের কাজ। তারপর সেখানে দেখা মেলে সূর্য-র। কখনও তাকে দেখা যাচ্ছে মাঠে লাঙ্গল টানতে, কখনও বা ফসল তুলতে। আর তার মুখ ভরে রয়েছে হাসি। বিপদে সে সকলের দাতা। সবার মুখে শুধু তার‌-ই সুনাম। সিনেমাতে দু’জনের সাথেই তার রোমান্স দেখা গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Vikram Chatterjee (@vikramchatterje)

ছেলের শেষ পর্যন্ত মধুমিতা ও বিক্রমকে দেখিয়েছে। এই  ছবিতে সূর্যকে দেখা যায় না এমনি সময় কিন্তু যখনই কোন মানুষ বিপদে পড়ে বা কারোর কোন প্রয়োজন হবে তখন সে উদয় হয় অন্ধকার মেঘ সরিয়ে সূর্যের প্রকাশের মত। কিন্তু ঘটনা চক্রে সূর্যের জীবনে এসে দাঁড়ায় ‘উমা’ ও ‘দিয়া’। শুরু হয় ত্রিকোণ জীবনের গল্প। তাদের জীবন কিভাবে এক সুতো এসে দাঁড়িয়েছে সেটি দেখতে হলে অপেক্ষা করতে হবে ১৯ জুলাই।কারণ ১৯ জুলাই বড় পর্দায় সিনেমাটি রিলিজ করবে।

Related Articles