সিনেমা রিলিজ বাতিলের ঘোষণা সুনীল শেট্টির! কেন এমন পদক্ষেপ
Suniel Shetty announces cancellation of movie release! Why such a move?

Truth Of Bengal: মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এ জঙ্গিহানার ঘটনায় স্তব্ধ গোটা দেশ। জঙ্গিদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয়েছে ২৮ জন পর্যটকের। এই ভয়াবহ গণহত্যার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। বদলা চাইছে গোটা দেশবাসী। জঙ্গি হামলার নিন্দা করে সরব হয়েছেন বলিউড তারকারাও। এবার সুর চড়ালেন অভিনেতা সুনীল শেট্টি। পাকিস্তানে নিজের সিনেমার রিলিজ বাতিল করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সুনীল।
সম্প্রতি লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা। সেখানেই পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রথমেই তাঁর আর্জি, “ভিতরের ভয়কে তোল্লাই দেবেন না। সকলে ঐক্যবদ্ধ হোন।” সুনীল শেট্টি বলেন, “আমাদের কাছে মানব সেবাই ঈশ্বর সেবা। ঈশ্বর সবকিছু দেখছেন এবং এর বিচার উনিই করবেন। এই মুহূর্তে আমাদের ভারতীয়দের উচিত বিভেদ ভুলে এক হওয়া।
বিভাজনকারীদের ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধ হওয়া। ওদেরকে দেখিয়ে দেওয়া উচিত যে, কাশ্মীর যেমন আমাদের ছিল, আমাদেরই আছে আর আজীবন থাকবেও। আর সেটাই প্রমাণ করার চেষ্টা করছে আমাদের দেশের সেনাবাহিনী, রাজনীতিকরা।” কথোপকথনে সুনীলের সংযোজন, “ভারতীয় নাগরিক হিসেবে আমাদের একটা কর্তব্য রয়েছে।
আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে, পরবর্তী ছুটি পরিবারের সঙ্গে কাশ্মীরেই কাটাব। আর কোথাও নয়। ওদের দেখিয়ে দিতে হবে যে, আমরা ভয় পাইনি। আর কোনও ভয়ের সৃষ্টিও হয়নি আমাদের মধ্যে।” সবমিলিয়ে পহেলগাঁও হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ।