বিনোদন

জিৎ পুত্রের জন্মদিনে উপস্থিত তারকারা, নজর কাড়ল কোয়েলও 

Stars present at Jeet Putra's birthday, Koel also caught the eye

Truth Of Bengal : বুধবার বেশ ধুমধাম করেই ছেলের জন্মদিন পালন করলেন অভিনেতা জিৎ। জন্মদিনের সেই পার্টিতে আমন্ত্রিতের তালিকায় উপস্থিত ছিলেন টলিউড ইন্ডাস্ট্রির ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিকদের মতো তারকারা। জন্মদিনে টু টায়ারের কেক আনা হয়েছিল ছোট্ট রোনাভের জন্য। জিৎ-র পরনে ছিল লাল রঙের পাঞ্জাবি। স্ত্রী মোহনা পরেছিলেন সোনালি রঙের শাড়ি।পাশে জিৎ-কন্যা নভন্যারও দেখা মিলল।

রোনভকে বাবার কোলে চড়েই প্রথম জন্মদিনের কেক কাটতে দেখা গেল।আরেকটি পোস্টে দেখা গেল হলুদ শাড়িতে টলিউডের কুইন কোয়েলকে। পুজোর ঠিক আগেই দ্বিতীয় সন্তান আসার খবর দিয়েছিলেন টলিউড কুইন। প্রায় একই সময়ে ক্যারিয়ার শুরু করেছিলেন জিৎ ও কোয়েল। ‘বন্ধন’, ‘শুভদৃষ্টি’, ‘ঘাতক’, ‘সাত পাকে বাঁধা’, ‘১০০% লাভ’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন জিৎ-কোয়েল জুটি। সেইসময় গুঞ্জন উঠেছিল জিৎ-স্বস্তিকার সম্পর্ক ভাঙার মূল কারণ নাকি কোয়েলই দায়ী ছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

মেয়ে নভন্যা হওয়ার ১১ বছর পর ফের বাবা-মা হন জিৎ-মোহনা। ২০২৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেয় ছোট্টরোনাভ। সেই সুখবর শেয়ার করে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আনন্দের সহিত জানাচ্ছি আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের আর অবশ্যই আমার সন্তানের জন্য প্রার্থনা করবেন।’ এই পোস্টের মাধ্যমে জিৎ সকলের আশীর্বাদ চেয়েছেন।

Related Articles