বিনোদন

অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গনার বন্যাবিদ্ধস্ত মানুষদের সাহায্যে হাত বাড়ালেন দক্ষিণী সুপারস্টার আল্লু  অর্জুন

South superstar Allu Arjun lends a helping hand to the flood-affected people of Andhra Pradesh and Telangana

Truth Of Bengal: ঘূর্ণিঝড় আসনার জেরে গত কয়েকিদন ধরে টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের। দুই রাজ্যের একাধিক জেলা জলের নিচে চলে গিয়েছে। দুর্যোগের জেরে দুই রাজ্য মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩০। পাশাপাশি বাতিল হয়েছে শতাধিক ট্রেন।ব্যহত যোগাযোগ ব্যবস্থা। পুলিশ এবং এনডিআরএফ যৌথ উদ্যোগে জোরকদমে উদ্ধার কাজ শুরু করেছে।

এই দুর্যোগের ঘটনায় অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও রেবন্ত রেড্ডিকে ফোন করে গোটা পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন। আর এবার, বন্যাবিদ্ধস্ত এলাকার মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িতে দিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তিনি তার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন ‘আমি অন্ধ্রপ্রদেশ আর তেলঙ্গনার বন্যাবিদ্ধস্ত মানুষদের জন্য ভীষণভাবে আহত, দুঃখিত। আমি বন্যা-বিপর্যস্ত মানুষের সাহায্যার্থে ১ কোটি টাকা দিতে চাই। সবাই সুস্থ থাকুক, ভাল থাকুক এটুকুই প্রার্থনা।’ এর আগে কেরলের ওয়েনাড় ভূমি ধসে সাহায্যের হাত বাড়িয়ে ছিলেন অল্লু।

উল্লেখ্য মুক্তির অপেক্ষায় রয়েছে অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’। এই ছবির অপেক্ষায় রয়েছেন সব সিন প্রেমীরা। ইতিমধ্যেই ছবির টিজার থেকে গান রীতিমত ঝড় তুলেছে। প্রথমে ছবি মুক্তির কথা ১৫ আগস্ট থাকলেও পরে সেটি পিছিয়ে ৬ ডিসেম্বর করা হয়।

Related Articles