বিনোদন
সৌরভ এখন অতীত, ভক্তদের নতুন সুখবর দিলেন টলিউড অভিনেত্রী অনিন্দিতা বোস
Sourav is now in the past, Tollywood actress Anindita Bose gave new good news to fans

The Truth Of Bengal : সৌরভ দাসের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ব্যক্তিজীবনকে আগাগোড়া আড়ালেই রেখেছেন অভিনেত্রী অনিন্দিতা বোস। বেশিরভাগ সময় কাজ নিয়েই বিভোর থাকেন অভিনেত্রী। এবার অনুরাগীদের নতুন সুখবর দিলেন তিনি।
জামাকাপড়ের নতুন ব্র্যান্ড শুরু করেছেন অনিন্দিতা। নাম অনিন্দিতা বোস আর্ট। সোশ্যাল মিডিয়ায় নয়া এই উদ্যোগ সম্পর্কে জানিয়েছেন তিনি। সেখানে
অনিন্দিতা লেখেন, ‘অবশেষে আমার ব্র্যান্ডের সঙ্গে সকলকে পরিচয় করিয়ে দিতে পেরে আমি খুবই খুশি। আমার শিল্পকে আপনাদের কাছে সহজে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আশা করি, আমি এটা তৈরি করে যতটা আনন্দ পেয়েছি, আপনারা পরেও ততটাই আনন্দ পাবেন।’