বিনোদন

সাতপাকে বাঁধা সৌরভ-দর্শনা, বিয়ের কার্ডে অভিনবত্ব

Sourav Darshna Wedding

The Truth of Bengal: টলিপাড়ায় ফের বিয়ের আসর!এবার পাত্র-পাত্রী সৌরভ ও দর্শনা। শুক্রবার সন্ধ্যায় একদম বাঙালি রীতি মেনে চারহাত এক হবে তাদের। খবর অনুযায়ী তপসিয়ার অর্কিড ব্যাঙ্কোয়েট গার্ডেনে বসবে বিয়ের আসর। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু দিন ধরে বিয়ে নিয়ে টুকিটকি আপডেট দিচ্ছেন দুজনেই। এবার প্রকাশ্যে এলো সৌরভ-দর্শনার বিয়ের কার্ড।

বিশেষভাবে তৈরি এই কার্ডের খামটি সোনালি, কার্ডের ভিতরে দেখা যাবে সৌরভকে জাপটে ধরে রয়েছেন দর্শনা। দুজনের কার্টুনাইজড ভার্সন ধরা পড়েছে বিয়ের কার্ডে। ছবিতে দর্শনার পরনে লাল শাড়ি, সৌরভের লাল পাঞ্জাবি। যেন ঠাকুর বাড়ির সাজানো বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। গাঁদা ফুলের মালা, কলাগাছে সাজানো সেই বারান্দা দেখেই বিয়ের একটা ফিল আসবে। এছাড়াও কার্ডের ভিতরে পাত্র ও পাত্রীর পরিচয় লেখা রয়েছে।

বিয়ের জন্য সল্টলেকে দর্শণার বাড়ি আলোর রোশনাইতে সেজে উঠেছে। বুধবার আশীর্বাদ পর্ব সেরেছেন দুজনেই।
বৃহস্পতিবার ছিল দর্শনার অধিবাস, আইবুড়ো ভাত পর্ব। বৃদ্ধি পুজো সবই সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল থেকেই সেজে উঠেছে বিয়ের মঞ্চ। অর্কিড গার্ডেনে রাজকীয়ভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে ছাদনাতলা।গোধূলি লগ্নে মালা বদল করবেন সৌরভ-দর্শনা। বিয়েতে হলুদ রঙা জরির কাজের একটি বেনারসি পরবেন বিয়ের কনে দর্শনা। সব মিলেয়ে টেলিদুনিয়ার এই মেগা বিয়ে নিয়ে মেতে উঠবে যে টলিপাড়া তা বিয়ের আয়োজনেই বেশ স্পষ্ট হয়ে যায়।

Related Articles