বিনোদন

কন্নড় বিতর্কে আপাতত স্বস্তিতে সোনু নিগম, নির্দেশ কর্নাটক হাইকোর্টের

Sonu Nigam is relieved for now in Kannada controversy, orders Karnataka High Court

Truth Of Bengal: সোনু নিগম। কিছু সময় ধরে বিতর্কের শিরোনামে। বেফাঁস মন্তব্যের জেরে বিপাকে পড়েছেন গায়ক। সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠান করতে গিয়ে ভার্গো নগরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ওই অনুষ্ঠানে জনপ্রিয় নানা হিন্দি গানের মাঝে কন্নড় গান গাইতে বলায় খোলা মঞ্চে মেজাজ হারিয়েছিলেন গায়ক। করে বসেছিলেন বেফাঁস মন্তব্য। আর তারপর থেকেই বেজায় চটেছেন কন্নড়বাসী।

তাঁর এই মন্তব্যের জেরে ছবি থেকে বাদ গিয়েছিল সোনুর গানও। দায়ের হয়েছিল অভিযোগ। তবে আপাতত এই মামলায় স্বস্তি পেয়েছেন সুরের জাদুকর।

বৃহস্পতিবার কর্নাটক হাই কোর্ট জানিয়েছে, আপাতত গায়কের বিরুদ্ধে বড় কোনও পদক্ষেপ করা যাবে না। পাশাপাশি গায়কের করা ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বয়ান রেকর্ডের আবেদনেও সায় দিয়েছেন বিচারপতি। তিনি আরও জানিয়েছেন, সশরীরে উপস্থিত হতে হবে না সোনুকে। তবে তদন্তকারী আধিকারিক যদি মুখোমুখি কথা বলতে চান তা হলে তিনি তাঁর কাছে গিয়ে কথা বলতে পারেন। সে ক্ষেত্রে ব্যয়ভার বহন করতে হবে সোনুকেই। সবমিলিয়ে আপাতত কিছুটা স্বস্তিতে সোনু।

উল্লেখ্য, গত মাসেই বেঙ্গালুরুতে ইস্ট পয়েন্ট কলেজে কনসার্ট ছিল গায়কের। আর সেখানে অনুষ্ঠান করতে গিয়েই যত বিপত্তি। সেদিনের অনুষ্ঠানে দর্শকাসন থেকে এক ছাত্র সোনুকে কন্নড় ভাষায় গান গাওয়ার জন্যে বলে। সোনুর মতে কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য রীতিমতো দুর্ব্যবহার করে ওই ছাত্র। আর তাতেই মেজাজ হারান গায়ক। গান থামিয়ে পাল্টা জবাবও দেন সোনু।

জবাবে সোনু সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসের উদাহরণ দেখিয়ে বলেন, “এমন অসহিষ্ণু মনোভাবের জন্যই পহেলগাঁওয়ে হামলা হয়েছে।” আর গায়কের এই মন্তব্যেই সমালোচনার ঝড়। গায়কের এই মন্তব্যকে ‘উসকানিমূলক মন্তব্যে’র অভিযোগে সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। জানা যায়, ‘কর্ণাটক রক্ষণা বেদিকে’ নামে কন্নড়ের এক সমাজসেবী সংস্থার তরফে সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

তাঁদের দাবি, “গায়ক পহেলগাঁও সন্ত্রাসের সঙ্গে কন্নড় ভাষা জুড়ে দিয়ে, কন্নড়ের মানুষদের ভাবাবেগে আঘাত হেনেছেন। এই অপমান গোটা আপামর কন্নড়বাসীর। সংগঠনের দাবি, সোনু নিগমের মন্তব্য শুধু অসংবেদনশীলই নয় বরং বিপজ্জনকও।

সাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠানে কন্নড় গানের অনুরোধের সঙ্গে পহেলগাঁও সন্ত্রাসের ঘটনা জুড়ে দিয়ে উনি ভাষা সন্ত্রাসে উসকানি দিয়েছেন, এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে।” ‘কর্ণাটক রক্ষণা বেদিকে’ সোনুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিও করা হয়।

এরপর সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দেন সোনু। আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি তিনি বলেন, “আমি কন্নড়দের ভালোবাসি। তাঁরা সত্যিই খুব সুন্দর এবং মিষ্টি। তাঁদের আমার হৃদয়ের খুব কাছে।” ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু তারপরও নির্মাতারা সরে যাননি তাদের সিদ্ধান্ত থেকে। তবে এবার কিছুটা হলেও স্বস্তি পেলেন সোনু নিগম।

Related Articles