শ্রেয়ার গলায় আলাপ-এর গানে মজল সকলে, কবে আসছে আবির-মিমির আলাপ ?
Shreya's voice in the song of Alaap everyone, when is Abir-Mimi's Aalap coming?

The Truth Of Bengal : বাংলা ছবিতে জুটি বেঁধে আসছেন আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী। পরিচালক প্রেমেন্দুবিকাশ চাকীর আলাপ-এ একেবারে রোমান্টিক মুডে বড়পর্দায় ধরা দেবেন তাঁরা। তার আগে প্রকাশ্যে এল ছবির আরেকটি গান সখী গো। গানটি গেয়েছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকীর এই ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন অনুপম রায়। এই ছবিতে আবার অনুপমের সুরে গান গেয়েছেন সংগীতশিল্পী সোমলতা আচার্য ও শ্রেয়া ঘোষাল দুজনেই।
এর আগে ছবির মিউজিক রিলিজে সুরকার অনুপমের কাজের প্রশংসা করেছিলেন সকলে। আবার তারই প্রতিফলন দেখা গেল ছবির প্রতিটি গানে। এই ছবিতে রক্তবীজের পর আবার একসঙ্গে দেখা যাবে আবির ও মিমিকে। সঙ্গে রয়েছেন স্বস্তিকা দত্ত। ছবিতে প্রথমবার রোমান্টিক মুডে ধরা দেবেন আবির ও মিমি। ২৬ এপ্রিল মুক্তি পাবে এই ছবিটি। তাই, আবির ও মিমি কতটা আলাপ জমাবে দর্শকের সঙ্গে তা জানা যাবে আর কিছুদিনের মধ্যেই।