
The Truth of Bengal: বলিউডের জনপ্রিয় অভিনেতা শ্রেয়স তলপাড়ে বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। শুটিং সেরে ফেরার পথে অসুস্থ বোধ করেন তিনি। সাথে সাথেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়।
জানা গেছে, সারা দিন শুটিং সেরে বাড়ি ফিরছিলেন শ্রেয়স। টিনসেল টাউনের আরেক জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের সাথে ওয়েলকাল টু দ্যা জঙ্গলের শুট করছিলেন তিনি। সারা দিনে বেশ কিছু অ্যাকশন দৃশ্যেরও শুট করেছেন অভিনেতা। সকলের সাথে হাসি মজা করে কাজের মধ্যে দিয়ে কাটিয়েছেন তিনি। তবে সেই সময় একদম সুস্থ ছিলেন তিনি।
এরপরেই বাড়ি ফেরার পথে অসুস্থ বোধ করেন অভিনেতা। ফোনে নিজের স্ত্রীকেও জানিয়েছিলেন তাঁর শারীরিক অস্বস্তির কথা। সাথে সাথেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাস্তাতেই শরীর অনেক বেশি খারাপ হয় অভিনেতার।
হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে অ্যাঞ্জিওপ্লাস্টি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
শ্রেয়স তলপাড়ে একজন জনপ্রিয় অভিনেতা। তিনি একাধিক হিন্দি ও মারাঠি সিনেমায় অভিনয় করেছেন। ইকবাল, হাউসফুল, গোলমাল, পোস্টার বয়েজ, ওম শান্তি ওমের মতো একাধিক হিট সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে।