KBC-এর মঞ্চে রবীন্দ্রসংগীত গাইলেন শ্রেয়া, বঙ্গতনয়ার কণ্ঠে মুগ্ধ ‘বিগ বি’
Shreya Sings Rabindra Sangeet On KBC Stage, Big B Impressed With Bangatnaya's Voice

Truth Of Bengal : কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে বাংলা গান গেয়ে দর্শকদের মুগ্ধ করলেন বঙ্গতনয়া শ্রেয়া ঘোষাল। শুরু হয়েছে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬। সম্প্রতি খেলতে এসেছিলেন শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগম। সকলের প্রিয় এই দুই সংগীতশিল্পী ডুয়েট পারফর্মেন্সও করেন এই মঞ্চে। শুরুতে হিন্দিতে গান শুরু করলেও এক পর্যায়ে বাংলা গানে চলে যান শ্রেয়া। আর সেই মুহূর্তই সামাজিক মাধ্যমে ভাগ করে নেন এক অনুরাগী।ভিডিওর ক্যাপশনে লেখা, ‘উনি কী সুন্দর বাংলাতে প্রবেশ করলেন। ভীষণ ভালো’।
Like how she shifted to bengali verse of this song!!
pic.twitter.com/nSY67jVHV6
—
(@pa_ni_ni_sa) September 21, 2024
বরাবর অতুলনীয় কণ্ঠের জন্য চর্চায় থাকেন এই সংগীতশিল্পী। এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আবারও প্রশংসা কুড়িয়েছে অনুরাগীদের। ভিডিওতে দেখা যায়, কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬-এর মঞ্চে শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগম গান ধরেছেন ”তেরে মেরে মিলন কী এ রায়না”। এরপরই আচমকা বাংলা গান গাইতে শুরু করেন শ্রেয়া। চলে যান রবীন্দ্র সংগীতে। গেয়ে ওঠেন ”যদি তারে নাই চিনি গো সেকি… ” । দুটি গানের সুর একই। উল্লেখ্য, এই রবীন্দ্র সংগীতের অনুকরণেই বানানো হয়েছিল ”তেরে মেরে মিলন কী এ রায়না” গানটি। তিনি যখন গান করছিলেন মুগ্ধ হয়ে শুনছিলেন অনুষ্ঠানের সঞ্চালক অমিতসভ বচ্চন থেকে শুরু করে উপস্থিত দর্শকরা।
ন্যাশনাল টেলিভিশনে বারংবার বাংলাকে তুলে ধরেছেন শ্রেয়া ঘোষাল। এবার কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬-এর মঞ্চে রবীন্দ্র সংগীত গেয়ে প্রত্যেকের প্রশংসাটা পাত্রী হলেন এই বঙ্গতনয়া। তাঁর কণ্ঠের জাদুতে মোহিত করলেন বিগ বি-কেও। এই গান শুনে সেদিন যে কেবলই অমিতাভ বচ্চন এবং দর্শকরা মুগ্ধ হয়েছেন তা নয়, মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও। বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল এই ভিডিও।