বিনোদন

ডিভোর্সের পর কার সাথে ভবিষ্যতের স্বপ্ন দেখছে শোলাঙ্কি ?

Sholanki dreams of a future with whom after the divorce

The Truth Of Bengal: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়। বিগত কিছুমাস ধরে  টলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল শোলাঙ্কি রায় ও সোহম মজুমদারের সম্পর্কের কথা। যদিও বা অভিনেত্রী তাদের সম্পর্ক নিয়ে কখনোই কোন মন্তব্য করেননি। তিনি বরাবর তাদের সম্পর্ককে বন্ধুত্ব বলে উল্লেখ করে এসেছেন।  তাদের সম্পর্ককে বন্ধুত্ব বলে মানতে নারাজ নেট দুনিয়া।

সম্প্রতি গাঁটছড়া সিরিয়ালের অভিনেত্রী শোলাঙ্কির খুব কাছের একজন মানুষের সাথে দেখা করালেন তার ‘চর্চিত প্রেমিকের’ ।মঙ্গলবার অভিনেত্রী শ্রীমান ভট্টাচার্যের সাথে দুটি ছবি শেয়ার করেছেন শোলাঙ্কি রায়। সেই ছবিতে শ্রীমা ভট্টাচার্যের পাশাপাশি সোহম মজুমদারকে দেখা গিয়েছে।  ছবিতে দেখা যাচ্ছে তিনজনই সাদা পোশাকে রয়েছে। পাশাপাশি ছবি শেয়ার করে শ্রীমা লিখেছেন , ‘অবশেষে!!! কতদিন পর দেখা। সবসময় ভালোবাসা। তোমাকে খুব মিস করেছি দি।’ আর এই পোস্টের জবাবে শোলাঙ্কি লিখলেন, ‘আমিও তোমাকে ভালোবাসি’। কমেন্টে একজন লিখলেন, ‘অনেকদিন পর খড়ি আর দ্যুতি একসঙ্গে’। আরেকজন লিখলেন, ‘ও মা সোহমও তো সঙ্গে আছে দেখছি। মিষ্টি ছবি।’

প্রসঙ্গত তারা দুই জনই আপাতত মুম্বইয়ের বাসিন্দা । কিছুদিন আগেই কলকাতায় ফিরেছেন একসাথে। কলকাতায় ফিরে ‘বোকা বাক্সে বন্দী’ সিরিজে নায়িকা কে দেখা যাবে গাঁটছাড়ার সহ অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের সাথে। যদিও বা এই ধারাবাহিকে এই দুই অভিনেত্রীকে দু’বোনের চরিত্রে দেখা গিয়েছিল।

Related Articles