বিনোদন

১৪ বছর পর বাংলা ছবিতে ফিরছেন  শর্মিলা ঠাকুর।

Sharmila tagor back in bengali flim 

The Truth of Bengal: বাংলা ছবি থেকেই তাঁর পরিচয় । দীর্ঘ ১৪ বছরের অপেক্ষাকার পর আবার বাংলা ছবিতে ফিরতে চলেছে  শর্মিলা ঠাকুর। আর এই ‘অসাধ্য সাধন’-এর নেপথ্যে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।  ছবির পরিচালক সুমন ঘোষ। ছবির নাম ‘পুরাতন’।এই ছবিতে প্রযোজনা করছেন স্বয়ং ঋতুপর্ণা। শর্মিলা এবং ঋতুপর্ণা ছাড়াও এই ছবিতে থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত।  ১ সেপ্টেম্বর, শুক্রবারই এই ছবির কথা ঘোষণা করা হয়। ‘পুরাতন’ ছবির চিত্রনাট্যে দেখা একটি আবেগঘন মা ও মেয়ের গল্প।

যেখানে মিসেস সেনের চরিত্রে অভিনয় করবেন শর্মিলা ঠাকুর, তাঁর মেয়ের চরিত্রে থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শর্মিলা ঠাকুরের জামাই-এর ভূমিকায় দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। এই ছবি প্রসঙ্গে শর্মিলা ঠাকুর বলেন, ‘বাংলা ছবির প্রস্তাব যখনই আসে ভালো লাগে। ১৪ বছর পর বাংলা ছবি করছি ঋতুর হাত ধরে। সুমনের ছবিও আমি দেখেছি। আশা করছি একটা ভাল ছবি আমরা উপহার দিতে পারব।”বাংলায় শর্মিলার শেষ ছবি ছিল অন্তহীন।

আবার বাংলায় ফিরতে পেরে খুশি অভিনেত্রী। শর্মিলাকে রাজি করানোর ব্যাপারে ঋতুপর্ণা বললেন, ‘‘আসলে সুমনের সঙ্গে বিষয়টা নিয়ে আমার কথা হয়। পরে আমরা ওঁর সঙ্গে আলোচনা করতে উনি চিত্রনাট্য পড়ে সম্মতি জানান।’’   জানা যাচ্ছে, চলতি বছরের ৮ ডিসেম্বর শর্মিলা ঠাকুরের জন্মদিনেই শুরু হবে এই ছবির শ্যুটিং। যেকারণে কলকাতা আসবেন শর্মিলা। কলকাতা ছাড়াও আরও বেশকিছু জায়গায় এই ছবির শ্যুট হবে।  এই মুহূর্তে ‘কাবুলিওয়ালা’ ছবির কলকাতা শুটিং এর কাজ করেছেন সুমন। শুক্রবার এই ছবির আউটডোর শুটিংয়ে কার্গিলে থাকায় সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।