বিনোদন

কিং ছবির জন্য বিশেষ প্রস্তুতি শাহরুখের!

Shah Rukh's special preparation for the film King!

Truth Of Bengal: ২০২৩ সালটা ছিল বলিউড বাদশা শাহরুখ খানের নামে। তাঁর অভিনীত পাঠান , জওয়ান এবং ডাঙ্কি ছবি বক্স – অফিসে ঝড় তুলেছিল। বলিউড কিং শাহরুখের ছবির অপেক্ষায় মুখিয়ে থাকেন সব সিনেপ্রেমীরা । তবে ২০২৪ শে শাহরুখের কোনো ছবি মুক্তি পায়নি বক্স অফিসে।

তবে বলিউড বাদশা তাঁর অনুরাগীদের হতাশ করেননি। আসছে তাঁর আসন্ন ছবি কিং , যা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা একেবারে তুঙ্গে । সম্প্রতি লোকার্নো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। সেখানে একটি সাক্ষাৎকারে কিং ছবির প্রসঙ্গে জানিয়েছেন, কিং ছবি নিয়ে তিনি খুব আশাবাদী।

তারকার কথায় কিছু ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন তিনি । তবে পথের কাঁটা হয়ে দাঁড়ায় বয়স। শাহরুখের কথায় তিনি নতুন ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন । তিনি আরো জানান শীঘ্রই শুরু হবে কিং ছবির শুটিং । ছবিতে অভিনয় করার জন্য তাঁকে একটু ওজন কমাতে হবে এবং শরীরচর্চা করতে হবে।

উল্লেখ্য কিং ছবির পরিচালনা করছেন সুজয় ঘোষ। ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাঁর মেয়ে সুহানা খান । এটিই তার বড় পর্দায় প্রথম ছবি । এর আগে ওটিটিতে ‘আর্চিজ়’ ছবিতে দেখা গিয়েছিল সুহানাকে।

Related Articles