হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শাহরুখ, কেমন আছেন কিং খান? উত্তর দিলেন জুহি
Shah Rukh returned home from the hospital, how is King Khan? Juhi replied

The Truth Of Bengal : বুধবার হঠাৎই খবর এসেছিল কিং খান নাকি অসুস্থ হয়ে পড়েছেন। ঠিক তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন স্ত্রী গৌরী খানও। আচমকা শাহরুখ খানের অসুস্থতা নিয়ে উদবিগ্ন প্রকাশ করেছিলেন তাঁর অনুগামীরা।
সুত্রের খবর, সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে তাঁর টিম কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফ ম্যাচের দু’দিন আগে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানেই ২২ মে কেকেআর এবং সানরাইজ হায়দরাবাদের মধ্যে প্লে-অফ ম্যাচ চলাকালীন শাহরুখ খানের শরীরে অস্বস্তি হতে থাকে। এরপর, ম্যাচ শেষ হওয়ার পরে, টিমের সঙ্গে শাহরুখ গভীর রাতে আহমেদাবাদের আইটিসি নর্মদা হোটেলে পৌঁছেছিলেন। যেখানে তাঁকে স্বাগতও জানানো হয়েছিল। কিন্তু সেখানে তাঁর আরও শারীরিক অবস্থার অবনতি হয়।
তারপরে তাঁকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, “আহমেদাবাদের প্রবল গরমের কারনেই হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার পর অসুস্থ পড়েছিলেন শাহরুখ”। গতকাল শাহরুখের অসুস্থতার খবর পেয়ে তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের মালকিন জুহি চাওলা। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিং খানের শারীরিক অবস্থা সম্পর্কে বলিউড অভিনেত্রী জানান, “শাহরুখ আপাতত সুস্থ রয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনেই চলছেন। রবিবার চেন্নাইয়ে হওয়া আইপিএল ফাইনালেও যোগ দেবেন শাহরুখ”।
প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে আহমেদাবাদে প্রবল ব্যস্ততার মধ্যে ছিলেন কিং খান। আর সেখানে এখন চলছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪৫ এর আশেপাশে। শুধু তাই নয়, ইতিমধ্যেই আবহাওয়া দফতর সেখানে আগামী ৫ দিন লাল সতর্কতা জারি করেছে। আর সেখানে এরুপ তীব্র গরমের জন্য অসুস্থ হয়ে পড়েন কিং খান। জানা যায়, তাঁর হয়তো এই প্রবল গরমের জন্য ডিহাইড্রেশন হয়েছে। বাদশা অসুস্থ হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা।