বিনোদন

আসছে শাহরুখের ‘কিং’, এবার জুড়ল দীপিকা-অমিতাভের নাম

Shah Rukh Khan's 'King' is coming, now Deepika and Amitabh's names are added

Truth Of Bengal: বলিউডের বাদশা শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’। এই ছবি দিয়েই মেয়ে সুহানা খান বিগ স্ক্রিনে এন্টি নেবেন। ছবিতে বাবা-মেয়ের জুটিকে একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। এর মধ্যেই এল বড় খবর। শোনা যাচ্ছে, কিং ছবিতে জুড়তে চলেছেন দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন।

সূত্রের খবর, ছবিতে সুহানার মায়ের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। তাঁর সঙ্গে কথা হয়েছে পরিচালকের। নায়িকা নাকি সই করেও ফেলেছেন। অন্যদিকে অমিতাভ বচ্চনকে নাকি সুহানার দাদুর ভূমিকায় দেখা যাবে। বিশেষ একটি চরিত্রের জন্য ভাবা হয়েছে। বিগ বি-র সঙ্গে কথাও নাকি চলছে। তবে সবটাই এখন গুঞ্জন নির্মাতাদের তরফে এখনো কিছু জানানো হয়নি।

‘কিং’ ছবির পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। শোনা যাচ্ছে, দীপিকাকে শাহরুখের নায়িকার ভূমিকায় দেখা যাবে। ছবিতে প্রযোজনায় রেড চিলিজ। সব ঠিক থাকলে মে মাসে ছবির শুটিং শুরু হবে। উল্লেখ্য, অ্যাকশন প্যাকড ছবি ‘কিং’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।

প্রথমবার পর্দায় কন্যা সুহানার সঙ্গে একফ্রেমে দেখা যাবে শাহরুখকে। এই স্পাই থ্রিলারে গোয়েন্দার ভূমিকায় বাদশাকন্যা থাকছেন। আর তার ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। যিনি রহস্য সমাধানে সুহানাকে সাহায্য করবেন। সূত্রের খবর, ২০২৬ সালে মুক্তি পেতে পারে এই ছবি। সবমিলিয়ে ছবিতে তাবড় তারকাদের একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

Related Articles