বিনোদন

প্রকাশ্যে ‘সেকশন ১০৮’-এর টিজার

Section 108 Teaser

The Truth of Bengal: মু্ক্তির অপেক্ষায় রসিক খান পরিচালিত থ্রিলার ফিল্ম সেকশন ১০৮। নতুন এই সাসপেন্স থ্রিলার ফিল্মে রয়েছেন নওয়াজউদ্দীন সিদ্দিকি। ছবিতে ইনস্যুরেন্স ক্লেম কনসালটেন্টের ভূমিকায় অভিনয় করলেন নওয়াজ। তাঁর সঙ্গে তদন্তকারী অফিসারের ভূমিকায় রয়েছেন অভিনেত্রী রেজিনা কাসান্দ্রা। সদ্যই এই ছবির টিজার প্রকাশ্যে এসেছে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অনীশ বাজমি। তবে ছবির টিজারতো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই।

কিন্তু ছবি বড়পর্দায় মুক্তি এখনই পাবেনা বলেই খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে আগামী বছর ফেব্রুয়ারীতেই মুক্তি পেতে চলেছে এই ছবি। বেশ কিছুকিছুদিন আগেই বলিপাড়ায় শোরগোল পড়েছিল অনীশ বাজমির থ্রিলার ফিল্ম নিয়ে। এই ছবিতে নওয়াজউদ্দীনের অভিনয় ব্যাপকভাবে সাড়া ফেলতে চলেছে জনমনে তা তখনই শোনা যাচ্ছিল। গল্পে উঠে এসেছে, ইনস্যুরেন্স কোম্পানির এক কোটিপতি ক্লায়েন্ট বেশ কিছুদিন ধরেই উধাও। তারপর আচমকাই একদিন সেই ব্যক্তিকে আদালত মৃত বলে ঘোষণা করে দেয়।

 

সেই কারণে একটা মোটা অঙ্কের টাকা তাঁর পরিবার মেটাতে হবে ইনস্যুরেন্স কোম্পানিকে। আর এখানেই রয়েছে আসল টুইস্ট। কারন তদন্তকারী অপিসার দাবি করছেন যে এর পেছনে রয়েছে গভীর সড়যন্ত্র। কী সেই সড়যন্ত্র এই প্রশ্নই উঠছে এখন। সঙ্গে তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে টিজারে সেঅর্থে কিছুই দেওয়া নেই। তাই গল্প জানার জন্য আরও বেশ কয়েকটা মাস অপেক্ষা করতেই হবে। কারণ এসেকশন ১০৮  ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছর ২ ফেব্রুয়ারীতে।

Related Articles