বিনোদন

সাবেকি সাজে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সৌরভ-দর্শনা

Saurabh-Darshan Wedding

The Truth of Bengal:  অভিনেতা সৌরভ দাস এবং অভিনেত্রী দর্শনা বণিক বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মধ্য কলকাতার একটি ব্যাঙ্কোয়েটে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

দর্শনা সাবেকি সাজে বিয়ের আসরে উপস্থিত হন। তিনি রুপোর কাজ করা লাল টুকটুকে বেনারসি এবং সোনার গয়নায় সেজেছিলেন। সৌরভও সাবেকি সাজে ছিলেন। তিনি সাদা জামদানি কাজ করা শেরওয়ানি এবং লাল রঙের কাশ্মীরি শাল পরেছিলেন।

বিয়ের মেনুতে ছিল বাঙালি খাবারের আয়োজন। বাসন্তী পোলাও, চিংড়ির মালাইকারী, ফিশ ফ্রাই, পাতুরি, পাঁঠার মাংস— সব ধরনের খাবারই ছিল বিয়ের মেনুতে।

নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন অভিনেতাদের প্রিয় বন্ধুরা। নীল ভট্টাচার্য, তৃণা সাহা, সৌম্যজিৎ আদক, সোহিনী সরকার-সহ ইন্ডাস্ট্রির অনেক চেনা মুখই দেখা গেল তাঁদের বিয়ের আসরে।

বিয়ের পর এখনই মধুচন্দ্রিমার কোনও পরিকল্পনা নেই সৌরভ এবং দর্শনার। সম্ভবত মার্চ-এপ্রিল মাস নাগাদ ঘুরতে যাবেন তাঁরা।দু’জনের প্রেম প্রায় এক বছরের। কিন্তু প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কখনওই খুব বেশি কথা বলেননি দু’জনে। বিয়ের ঘোষণাও সে ভাবে করেননি। তাঁদের আমন্ত্রণপত্র পেয়ে অনেকেই চমকে গিয়েছিলেন। তবে তাঁরা যে বিয়ে করতে চান, সে কথা নাকি অনেক আগে থেকে স্পষ্ট ছিল দু’জনের মনেই।

Related Articles