Saregamapa-Antara: ‘বাংলা ভাষার সর্বনাশ করবেন না’ প্রশ্নবানে বিদ্ধ সারেগামাপা-র বিচারক
Saregamapa-Antara: 'Don't do away with Bengali language', questions Saregamapa judge

The Truth Of Bengal : বর্তমানে জনপ্রিয় কয়েকটি রিয়ালিটি শোয়ের মধ্যে অন্যতম হল সারেগামাপা। আর এবার জমে গেল সারেগামাপার গ্র্যান্ড অডিশন। এই মুহূর্তে চলছে সেরার সেরা প্রতিযোগীকে নিজেদের দলে টানার চেষ্টা। এই প্রথমবার রিয়ালিটি শো এর আসরে বিচারকের আসনে দেখতে রিয়ালিটি শোয়ের আসরে বিচারকের আসনে দেখা মিলবে অন্তরা মিত্রের।
মসলন্দপুর এর প্রত্যন্ত গ্রামের মেয়ে অন্তরা রিয়ালিটি শো এর হাত ধরেই উঠে এসেছিল লাইম লাইটে। এরপর বলিউডে কাজ করে ‘গেরুয়া’ থেকে শুরু করে ‘কেশরিয়া’ এর মত মন্ত্রমুগ্ধকর গান দর্শকদের উপহার দিয়েছেন তিনি। বর্তমানে অন্তরা মুম্বইতে বাসরত। তার ক্যারিয়ারে বহু কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। তবে সবকিছুকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন নিজের লক্ষ্যে। এবার বাংলায় রিয়ালিটি শো সারেগামাপা-তে সম্প্রতি এপিসোডে বাংলার সঙ্গে হিন্দি মিশিয়ে কথা বলায় তীব্র রোষের মুখে পড়তে হল অন্তরাকে।
আলিপুরদুয়ার জেলার অত্যন্ত গরীব পরিবারের ছেলে মিঠুন দাশগুপ্ত। কৃষকের ছেলে অসুস্থ বাবা-মার দেখভালের পাশাপাশি কৃষি জমিতে কাজ করে। বহু প্রতিকূলতা কাটিয়ে অবশেষে সারেগামাপা তে অডিশনের মঞ্চে পৌঁছায়। কৃষকের ছেলের গলায় ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির ‘পিয়া রে’ গান শুনে আবেগঘন সকলে। গানের পর নিজের রায় দেওয়ার সময় অন্তরা জানান, ” এখানে যে মাহোলটা ক্রিয়েট হয়, এখানে যে আবহওয়া সৃষ্টি হয়নি… একটা মানুষ যে কোনওদিন তালিম পায়নি। সে কোথা থেকে আসছে, হয়ত এটা মনে হতেই পারে এগুলো আমাদের প্রভাবিত করতে পারে। কিন্তু আমরা যারা অনেক বছর ধরে একটু-আধটু গান-বাজনা করছি, যাদের একটু কানটা রয়েছে তাঁরা জানবেন ও গান না শিখে উপরের যে নোটগুলো লাগাচ্ছিল সেটা খুব ডিফিক্যাল্ট কাজ”।
তবে হাজারো ইংরেজি শব্দ বললেও বাংলার মাঝে কেন হিন্দি শব্দ জুড়ে দেওয়া? এই প্রশ্নবানে দর্শকরা বিঁধেছেন অন্তরাকে। নেটিজেনদের মধ্যে কেউ বলছেন, ” মাহোলটা কী জিনিস?” আবার কেউ বলছেন, ” বাবা গো মছলন্দপুরের মেয়ে মুম্বই গিয়ে বাংলা ভুলে গেছে”।
খানিক সুর নরম করে অন্তরার উদ্দেশে একজন লেখেন, ‘দিদি মাহলটা বাংলা ভাষা নয়। খুব খারাপ বার্তা বহন করছে। দয়া করে এরকম নকল কান্না দিয়ে বাংলা ভাষা র সর্বনাশ করবেন না।’ নেটিজেনের এই অনুরোধের জবাবে অন্তরা বলেন, ‘আবহাওয়াটা বাংলা । পরের লাইনেই তো বললাম! এতো চটছেন কেন? ভালো থাকুন’।