নতুন ব্রহ্মাণ্ডে পা সামান্থা-আদিত্যের, ‘রক্ত ব্রহ্মান্ড’-এ জুটি বাঁধছেন দুই তারকা
Samantha-Aditya joins the new universe, the two stars pair up in 'Rakta Brahmand'

Truth Of Bengal : বর্তমানে বলিউডে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় পরিচালক জুটি রাজ ও ডিকে। শীঘ্রই ওটিটিতে আসতে চলেছে তাঁদের পরবর্তী সিরিজ ‘রক্ত ব্রহ্মান্ড: দ্য ব্লাডি কিংডম’। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে ভার্সাটাইল অভিনেত্রী সামন্থা প্রভুকে। আর এবার সিরিজে সামান্থার সঙ্গে জুটি বাঁধছেন বলিউড হার্টথ্রব আদিত্য রায় কাপুরকে। ইতিমধ্যেই সিরিজের শ্যুটিংয়ের কাজ শুরু করেছেন আদিত্য-সামান্থা।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় এই সিরিজের শ্যুটিং শুরু হওয়ার কথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। মুহূর্তেই তাঁর সেই পোস্ট ভাইরাল হয়। এবার অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিরিজের শ্যুটিং শুরু করলেন আদিত্য-সামান্থা। জানা গিয়েছে, মুম্বইয়ের বোরিভালির একটি স্টুডিওতে চলবে শ্যুটিংয়ের কাজ। টানা ১০ দিন ওই সেটেই শ্যুটিং করবেন শিল্পীরা। এরপর বিভিন্ন ভাগে বিভিন্ন জায়গায় শ্যুটিং হওয়ার কথা রয়েছে। শোনা যাচ্ছে আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শ্যুটিং। সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে।
সিরিজটির নির্মাতাদের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে এ সিরিজে অতিরিক্ত ভায়োলেন্স দেখানো হবে। গল্পের প্রক্ষাপট হিসেবে দেশেরই একটি রাজ্যের অন্ধকার দিক তুলে ধরা হবে। যেখানে অপরাধ করলেও কোনও ব্যাপার না, অপরাধ যেন সেখানে জল-ভাত। সেখানে নেই কোনো আইনী বাধা ও না আছে মানুষের মধ্যে কোনও মানবিকতা। এমনই এক বিষয় নিয়ে সিরিজের গল্প এগোবে। সামান্থা ও আদিত্য ছাড়াও আলি ফজল ও ওয়ামিকা গাব্বিকে এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
ইতিমধ্যেই রাজ ও ডিকের সঙ্গে আরও একটি কাজ করেছেন সামান্থা। শীঘ্রই অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে ‘সিটাডেল হানি বানি’। যেখানে সামান্থার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। গত বছরই মুক্তি পাওয়া প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হলিউডের ‘সিটাডেল’ সিরিজেরই ভারতীয় সংস্করণ এটি। ৭ নভেম্বর মুক্তি পাবে সিরিজটি।