বিনোদন

Salman Khan: ‘সিকান্দার’ এর সেটে অ্যাকশন মুডে সালমান? ছবি ফাঁস হতেই তোলপাড় নেটপাড়া

Salman Khan: Salman in action mood on the set of 'Sikandar'? As soon as the pictures were leaked, there was an uproar

The Truth Of Bengal : বেশ কিছুদিন ধরেই প্রাণনাশের হুমকি নিয়ে বেশ শোরগোল পড়েছিল গোটা মুম্বইতে। কিন্তু এনিয়ে বেশ জল ঘোলা হলেও শেষমেশ হুমকির পরোয়া না করেই বহাল তবিয়তে ‘সিকন্দর’ ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন সলমন খান। কিন্তু খোশ মেজাজে শ্যুটিং শুরু করেছেন বলে যে নিরাপত্তার কথা ভাবেননি তা নয়। বলা যায় একেবারে কড়া নিরাপত্তার মোড়কে শ্যুটিং শুরু করেছেন পরিচালক এআর মুরুগাদোস। তবে শ্যুটিং এর সিন নিয়ে একেবারে রাখরাখ ঢাকঢাক থাকলেও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে একটি ছবি। সিনেপ্রেমিদের অনুমান, ভাইরাল হওয়া এই ছবিটি হয়তো ‘সিকন্দর’ সিনেমার শ্যুটিংয়ের ছবি। ছবিতে দেখা যাচ্ছে একেবারে মারকাটারি মুডে রয়েছেন সলমন খান।

Sikandar Shoot

গত পয়লা বৈশাখের স্মৃতি এখনও ভাইজান অনুরাগীদের মনে টাটকা। আচমকা সলমনের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনার পর থেকে সুপারস্টারের নিরাপত্তা আরও কয়েকগুন বাড়িয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে হাজতে থাকা অবস্থাতেই। তদন্তে জানা গিয়েছিল এই ঘটনার নেপথ্যে নাকি রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। নেপথ্যে কারণ হিসেবে জানা গিয়েছিল, কৃষ্ণসার হরিণের হত্যা মামলার পর থেকেই নাকি তাঁর নিশানায় ছিলেন সলমন।

তবে, এত কিছুর পরেও ভেঙে না পড়ে মনোবল শক্ত করে বহাল তবিয়তেই ঘুরে বেড়াচ্ছেন ভাইজান। গত সপ্তাহের ২৭ জুন ‘সিকন্দর’ ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন সুপারস্টার সলমন খান। নায়িকার চরিত্রে অভিনয় করছেন রশ্মিকা মন্দানা। এই প্রথমবার ভাইজানের সঙ্গে কাজ করবেন তিনি। এছাড়াও ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিশিষ্ট অভিনেতা সুনীল শেট্টি এবং সত্যরাজ।

Salman-Sikandar

Related Articles