বিনোদন

শুটিংয়ের সময় ভেঙে পড়ল ছাদ, গুরুতর জখম অর্জুন

Roof collapses during shooting, Arjun seriously injured

Truth Of Bengal: সময়টা একদমই ভাল যাচ্ছে না বলিউডে। প্রায় প্রত্যেক দিন কিছু না কিছু ঘটেই চলেছে। গত বৃহস্পতিবারই অভিনেতা সইফ আলি খানের উপর হামলা করে এক দুষ্কৃতী। ছুরি দিয়ে একের পর এক কোপ গুরুতর জখম হন অভিনেতা। সেই রেশ কাটতে না কাটতেই ঘটল আরও এক অঘটন। এবার গুরুতর জখম হলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। জানা গিয়েছে, ছাদের চাঙড় ভেঙে গুরুতর জখম অর্জুন। তবে শুধু অর্জুন নন, ঘটনায় জখম হয়েছেন ছবির প্রযোজক জ্যাকি ভাগনানি, পরিচালক মুদাসসির আজিজ।

সূত্রের খবর, অর্জুন ও ভূমি মুম্বইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে তাঁদের আসন্ন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্য শুট করছিলেন। সেই সময়েই ঘটে যায় এই দুর্ঘটনা। আর তাতেই জখম হয়েছেন অর্জুন, প্রযোজক জ্যাকি ভাগনানি, পরিচালক মুদাসসির আজিজ সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। জানা গিয়েছে, যে বাড়িতে  ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ছবির শুটিং চলছিল সেটি বেশ পুরোনো এবং ভগ্নপ্রায়।

বেশ কিছু দিন ধরে সেখানে টানা শুটিং হচ্ছিল। লাগাতার শব্দের কম্পনে সম্ভবত নড়বড়ে বাড়িটি আরও নড়বড়ে হয়ে পড়ে। যার জেরে ঘটে যায় এই বিপত্তি। তবে স্বস্তির খবর কারও ছোট খুব একটা গুরুতর নয়। উল্লেখ্য, ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ছবিতে অভিনয় করেছেন অর্জুন কাপুর, ভূমি পেডনেকর ও রাকুল প্রীত সিং। ২১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অর্জুন-ভূমি-রাকুল অভিনীত ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’।

Related Articles