
Truth Of Bengal: ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকার। টলিউডের ছক ভাঙ্গা অভিনেতাদের মধ্যে তারা অন্যতম। বরাবরই চরিত্রের খাতিরে নিজেদের ভেঙেছেন ঋত্বিক-সোহিনী। তাদের সাবলীল অভিনয় বারবার মুগ্ধ করেছে ৮ থেকে ৮০ সকল দর্শকদের। এবার সেই জুটিকেই আবারও একসঙ্গে দেখা যেতে চলেছে। সূত্রের খবর, নতুন বছরের প্রথমের দিকেই শুরু হয়ে যাবে শুটিং। সম্ভবত ফেব্রুয়ারি মাসে ছবির শুটিং হবে। ছবির পরিচালক প্রতিম ডি গুপ্ত।
আর তার হাত ধরেই আবারও জুটিতে দেখা যেতে চলেছে ঋত্বিক-সোহিনীকে। জানা গিয়েছে, ছবিতে ফুটে উঠবে বাবা-মেয়ের গল্প। তাতে এক নারীর আগমন ঘিরেই যাবতীয় ঘটনা। ছবিতে বাবার চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে। তবে ছবিতে ঋত্বিক-সোহিনী ছাড়া আরও কাদের দেখা যাবে তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, মৈনাক ভৌমিক পরিচালিত ‘বিবাহ ডায়েরিজ’ ছবিতে ঋত্বিক-সোহিনী জুটি দারুণ নজর কেড়েছিল দর্শকমহলে। ছবিটিও বেশ প্রশংসিত হয়েছিল সব মহলে। ‘বিবাহ ডায়েরিজ’ ছাড়া ‘ফড়িং’, ‘অনন্ত’ সহ বেশ কিছু ছবিতে একসঙ্গে কাজ করেছেন ঋত্বিক-সোহিনী। এখানেই শেষ নয়, ২০১৯ সালে ঋত্বিক-রুদ্রনীলের ‘ভিঞ্চি দা’ ছবিতে অল্প সময়ের জন্য সোহিনীকে দেখা যায়। ২০২২ সালে অভিনন্দন দত্ত পরিচালিত ছবি ‘অনন্ত’-এ গোটা ছবি জুড়ে দুই তারকা ছিলেন।
তবে খুব বেশি স্ক্রিন শেয়ার করেননি। তবে এই জুটির রেশ তাদের সাবলীল অভিনয় মনে গেঁথে গিয়েছিল সিনেপ্রেমীদের। আর সেই রেশ ধরেই আবারও জুটি বেঁধে কাজ করতে চলেছেন ঋত্বিক-সোহিনী। এখন দেখার নতুন বছরে নতুন ছবিতে ঋত্বিক-সোহিনী জুটি কি চমক দেয়।