বিনোদন

স্মরনে সুচিত্রা সেন: রমার চলচ্চিত্র জীবনে পুরস্কার ও সম্মাননা

Remembering Suchitra Sen: Awards and honors in Rama's film career

Truth Of Bengal:

সুচিত্রা সেন অভিনীত বিখ্যাত চলচ্চিত্র

সপ্তপদী, হারানো সুর, শাপমোচন, সাড়ে চুয়াত্তর, সাগরিকা, ইন্দ্রাণী, সাত পাকে বাঁধা, উত্তর ফাল্গুনী, গৃহদাহ, কমললতা, শেষ কোথায়, সাত নম্বর কয়েদী, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, বিষ্ণুপ্রিয়া, দেবকী, কাজরী, অ্যাটম বম্ব, ওরা থাকে ওধারে, মিনতি, মরণের পরে, সদানন্দের মেলা, অন্নপূর্ণার মন্দির, অগ্নিপরীক্ষা, গৃহপ্রবেশ, দেবদাস, সাঁজের প্রদীপ, সাজঘর, ঢুলি, সবার উপরে, ভালবাসা, মেজবউ, শুভরাত্রি, একটি রাত, শিল্পী, হারানো সুর, চন্দ্রনাথ, পথে হল দেরি, জীবন তৃষ্ণা, মুসাফির, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, চম্পাকলি, সূর্য তোরণ, , দীপ জ্বেলে যাই, চাওয়া পাওয়া, হসপিটাল, স্মৃতিটুকু থাক, বোম্বাই কা বাবু, বিপাশা, ফরিয়াদ, আলো আমার আলো, দেবী চৌধুরানী, শ্রাবণ সন্ধ্যা, প্রিয় বান্ধবী, আঁধি, দত্তা, মেঘ কালো, নবরাগ, প্রণয় পাশা।

চলচ্চিত্র জীবনে পুরস্কার ও সম্মাননা

  • ‘সাত পাঁকে বাঁধা’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য ১৯৬৩ সালে তৃতীয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান।
  • ‘মমতা’ ছায়াছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ১৯৬৬ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য মনোনীত হন।
  • চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য ১৯৭২ সালে ‘পদ্মশ্রী’ পুরস্কারে সম্মানিত হন সুচিত্রা সেন।
  • ‘আঁধি’ ছবিতে অসামান্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী সম্মানে সম্মানিত তিনি।
  • চলচ্চিত্রে সারা জীবনের কৃতিত্বের জন্য ২০১২ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মানের সম্মানিত হন।

Related Articles