বিনোদন

শারীরিক অসুস্থতায় ভুগছেন রেহানা, সাহায্যের হাত বাড়িয়েছেন বহু বলি তারকারা

Rehana is suffering from physical illness, many Bollywood stars have extended their help

Truth Of Bengal : বেশ কিছু হিট সিনেমা দর্শকদের একের পর এক উপহার দিয়ে মন কেড়েছেন রেহানা সুলতানা। ১৯৭০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত পরপর হিট সিনেমা দর্শকদের মনে আজও জায়গা করে নিয়েছে। তবে বেশ কিছুদিন ধরেই বলিউডের স্বর্ণযুগের এই খ্যাতনামা অভিনেত্রী শারীরিক এবং আর্থিক সমস্যার সম্মুখে পড়ে জেরবার হয়ে উঠেছেন। এরই মধ্যে অভিনেত্রীকে আর্থিক সহায়তা করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউডের অনেকেই । এর মধ্যে দিয়ে যেন মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন হল।

রেহানা একের পর এক দস্তক’, ‘চেতনা’ সহ আরও বেশ কিছু সিনেমা উপহার দিয়ে এসেছেন দর্শকদের। অনেকদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে লাইম লাইট থেকে দূরে ছিলেন রেহানা। তবে অভিনেত্রীর দিনের পর দিন স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকলে তড়িঘড়ি তাঁকে কার্ডিয়াক সার্জারি করানোর প্রয়োজন হয়। সামনে আসা এক রিপোর্ট অনুযায়ী জানা যায়, সম্প্রতি অভিনেত্রী তাঁর ভাইয়ের সঙ্গে মুম্বাইতে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা এতটাই অবনতি ঘটে যে অপারেশনের চিকিৎসা করানোর প্রয়োজন হয়।

যদিও তা অনেক ব্যয়বহুল হওয়ায় রেহানা সহ তাঁর পরিবারের লোকেরা যথেষ্টই চিন্তিত হয়ে পড়েন। অভিনেত্রীর  এই আর্থিক টানাপোড়েনের কথা জানতে পেরে বলিউডের একের পর এক ব্যক্তিত্বরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন পরিচালক সমিতির সভাপতি অশোক পন্ডিতের নেতৃত্বে রোহিত শেট্টি, রাজন শাহী, বিপুল শাহ এবং জাভেদ আখতারের মতো একাধিক বিশিষ্ট ব্যক্তিরা সাহায্যের জন্য এগিয়ে আসে।

Related Articles