সব রেকর্ড ভাঙল, রণবীর-সাঁই পল্লবীর ‘রামায়ণ’ সিনেমার বাজেট ৮৩৫ কোটি টাকা
Ranveer-Sai Pallavi's 'Ramayan' has a budget of Rs 835 crore

The Truth Of Bengal : একটা সময় টিভিতে যখন রামায়ণ সিরিয়াল দেখানো হতো, তখন গোটা দেশ বসে পড়তো টিভির সামনে। ইতিহাস সৃষ্টিকারী সেই রামায়ণ সিলিয়ালের কথা এখনও ভুলতে পারেনি দর্শকরা। টিভির পর্দায় দেখানো সেই রামায়ণ এবার বড় পর্দায়। ভারতীয় সিনেমায় সর্বকালের সবচেয়ে বেশি বাজেটে নির্মিত হচ্ছে রামায়ণ সিনেমা। জানা যাচ্ছে, সিনেমার জন্য বাজেট রাখা হয়েছে ৮৩৫ কোটি টাকা। রণবীর কাপুর এবং সাঁই পল্লবী, নীতেশ তিওয়ারি অভিনীত রামায়ণ রিলিজ হলে ফের একবার ব্যাপক উন্মাদনা সৃষ্টি হতে পারে গোটা দেশে।
সিনেমায় রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। শোনা যাচ্ছে, এই সিনেমায় অভিনয়ের জন্য রণবীর পারিশ্রমিক হিসেবে পাচ্ছে ২২৫ কোটি টাকা। অন্যদিকে সীতার ভূমিকায় অভিনয় করছেন সাঁই পল্লবী। তিনি পারিশ্রমিক পাচ্ছেন ২০ কোটি টাকা। বাকি অভিনেতারাও আকাশছোঁয়া পারিশ্রমিক পাচ্ছেন এই সিনেমায় অভিনয় করে। কয়েকদিন আগে রণবীর কাপুরের লুক ফাঁস হয়ে গিয়েছিল। যা নিয়ে বিরাট চর্চা শুরু হয় সিনপ্রেমীদের মধ্যে।
এর আগে এত টাকা বাজেটে কোনও সিনেমা হয়নি দেশে। শোনা যাচ্ছে, পুষ্পা-২ ছবিতে বিপুল টাকা খরচ করা হচ্ছে। বাজেট ৮০০ কোটি টাকা। বাজেটে সেই সিনেমাকে ছপিয়ে যাচ্ছে রামায়ণ। ছবির বাজেট ৮৩৫ কোটি টাকা।
রামায়ণ সিনেমায় এই বিপুল টাকা খরচ প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, এই ছবির সঙ্গে মানুষের আত্মিক যোগ রয়েছে। সেই কারণে এই ছবিটি তৈরিতে তিনি কোনও কার্পণ্য করতে চান না। সবরকম পরিকল্পনা করেই এই ছবিটি তৈরি করছেন তিনি। বাজেটের দিকে থেকে ভেঙে দিতে আসছে ভারতীয় সিনেমার সব রেকর্ড। রামায়ণ সিরিয়াল নিয়ে দেশে যে উন্মাদনে ছিল, সেই নস্টালজিয়া ফিরে আসতে পারে এই সিনেমা রিলিজ হলে।