
The Truth Of Bengal: বলিউডের বায়োপিকের তালিকায় নতুন সংযোজন স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর। ছবিতে বীর সাভারকরের চরিত্রে অভিনয় করেছেন রণদীপ হুড্ডা। চলতি মাসের ২২ তারিখ বড়পর্দায় দেখা যাবে এই বায়োপিকটি। তাঁর আগে মুক্তি পেল ছবির প্রথম গান দাড়িয়া ও দাড়িয়া গানটি। দেশাত্মবোধক গানের আদলে এই গানটি গেয়েছেন রাজ বর্মন। এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনু মালিক।
FREE ACCESS