আসছে রণবীর কাপুরের ‘ধুম ৪’! কবে শুরু শুটিং?
Ranbir Kapoor's 'Dhoom 4' is coming! When did the shooting start?

Truth Of Bengal: রণবীর কাপুর। বর্তমানে বলিউডের সবথেকে ব্যস্ততম অভিনেতা। হাতে রয়েছে একের পর এক কাজ। বিগত কয়েক বছর ধরেই একের পর এক বিগ বাজেট ছবিতে দেখা যাচ্ছে রণবীরকে। তার প্রত্যেক ছবিই কয়েকশো কোটির ব্যবসা করছে বক্স অফিসে। ইতিমধ্যেই সেই তালিকায় জুড়েছে ‘ধুম ৪’-এর মত বিগ বাজেট ছবি। সূত্রের খবর, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির প্রস্তুতি। শুরু হয়েছে প্রি-প্রোডাকশনের কাজ। ধুম ৪-এ রণবীরের লুক কেমন হবে তা নিয়ে এখনও পরীক্ষানিরীক্ষা চলছে। পাশাপাশি ছবিতে নাকি দুজন অভিনেত্রী থাকার কথা। সেখানে কাদের বাছা হবে, তাও চূড়ান্ত হয়নি। এছাড়াও এ ও শোনা যাচ্ছে, ছবি ভিলেন নাকি বাছা হচ্ছে দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে। সব মিলিয়ে ‘ধুম ৪’-এর শুটিং শুরু হতে হতে ২০২৬-র এপ্রিল মাস লেগে যাবে বলেই সূত্রের খবর।
উল্লেখ্য, রণবীরের হাতে এখন একের পর এক কাজ। রয়েছে সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’। যে সিনেমায় আলিয়া ভাট ও ভিকি কৌশলও আছেন। এছাড়াও নীতীশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতেও দেখা যাবে রণবীরকে। ছবিতে রামের চরিত্রে দেখা যাবে তাকে। অন্যদিকে সীতার চরিত্রে সাই পল্লবী ও রাবণের ভূমিকায় থাকবেন যশ। এখানেই শেষ নয় সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমাল’-র সিক্যুয়েল ‘অ্যানিমাল পার্ক’- এ ও দেখা যাবে রণবীর কাপুরকে। অর্থাৎ হাতে পর পর কাজ রণবীরের।
সব মিলিয়ে বলাই যায়, আগামী কয়েক বছরে একের পর এক বিগ বাজেট ছবিতে দেখা যেতে চলেছে রণবীরকে। আর সেই সব ছবি যে বক্স অফিসে ঝড় তুলবে তা স্পষ্ট।